• জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় জরুরী ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান সংক্রান্ত রেজলুশনে আমেরিকা ভেটো দিয়েছে। বিষয়টিকে কলঙ্কজনক ও বিপর্যয়কর উল্লেখ করে এর নিন্দা জ্ঞাপন করেছেন ফিলিস্তিনি কর্মকর্তাগণ।
• যুদ্ধবিরতি সংক্রান্ত রেজলুশনে ভেটো দেওয়ায় জতিসঙ্ঘে ইসরায়েলি প্রতিনিধি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে, এবং বলেছে যে সকল ইসরায়েলি জিম্মি মুক্তি না পাওয়া পর্যন্ত এবং হামাস পরাজিত হওয়ার আগ পর্যন্ত কোন যুদ্ধবিরতি হবে না।
• দক্ষিণ গাজার খান ইউনিসে একটি পারিবারিক বাসস্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি মুসলিম নিহত হয়েছেন।
• এক্সিওসের রিপোর্ট অনুযায়ী- এক শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা বলেছে যে, খান ইউনিসে ইসরায়েলিবাহিনীর হামলা আরও অন্তত ৪ সপ্তাহ চলবে।
• জাতিসংঘ খাদ্য কর্মসূচির একজন কর্মকর্তা বলেছেন যে, গাজায় সর্বত্র বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। গাজার রাস্তায় অসহায় ফিলিস্তিনি পরিবারগুলো অভুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে।
• জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী এজেন্সি বলেছে যে, তারা গাজায় নিয়মিত কার্যক্রম চালাতে পারছে না, কারণ ইসরায়েল এখন উত্তর ও দক্ষিণ গাজা উভয় জায়গাতেই হামলা চালাচ্ছে।
• মধ্যযুগে নির্মিত গাজার সর্ববৃহৎ উমরি মসজিদটি ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
• ইসরায়েলি মিডিয়াগুলো বলছে যে, যুদ্ধ শুরুর পর থেকে তাদের প্রায় ২ হাজার যোদ্ধা পঙ্গু হয়েছে এবং আরও অন্তত ৫ হাজার যোদ্ধা আহত হয়েছে। আর তারা নিজেদের নিহতের সংখ্যা বলছে ৪২০ জন, যদিও ফিলিস্তিনি মুজাহিদদের দাবি এই সংখ্যা আরও অনেক বেশি।