• মধ্য গাজায় সন্ত্রাসী ইসরায়েলের রাতব্যাপী বিমানহামলায় বহু সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• জাবালিয়ার আল-আওদা হাসপাতালসহ দক্ষিণ ও উত্তর গাজার বেশ কয়েকটি হাসপাতালে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। আল-আওদা হাসপাতালে দখলদার বাহিনীর গুলিবর্ষণে দুই জন স্বাস্থ্য কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
• লোহিত সাগরে দুটি ইয়েমেনি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ফ্রান্স।
• দখলীকৃত পশ্চিম তীরের তুবাস শহরে বহু সংখ্যক সামরিক যান ও বুলডোজার নিয়ে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
• পেন্টাগন বলেছে, জরুরি ভিত্তিতে ইসরায়েলের কাছে ১৪ হাজার ট্যাংক বিধ্বংসী গোলা বিক্রি করছে যুক্তরাষ্ট্র।
• জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় গাজায় যুদ্ধবিরতির রেজুল্যুশনে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।
• পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে এক কিশোরকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।
• ইউএনআরডব্লিউএ-এর মুখপাত্র বলেছে, “রাফাহ, খান ইউনিস এবং উত্তরাঞ্চলে বহু লোক ক্ষুধার্ত অবস্থায় আছেন।”
• ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া কিশোর ও পুরুষরা জানিয়েছেন, তাদের উপর কারাগারে অত্যাচার করেছে সন্ত্রাসী ইসরায়েল।
• আল-আওদা হাসপাতালকে অবরুদ্ধ করে রেখেছে সন্ত্রাসী ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নিন্দা জানিয়েছে।
• ইউএনআরডব্লিউএ বলেছে, ইসরায়েলি বোমা হামলায় তাদের ১৩৩ স্টাফ নিহত হয়েছে। অধিকাংশ স্টাফ তাদের পরিবারসহ নিহত হয়েছে।
• বহু সংখ্যক দখলদার ইসরায়েলি সন্ত্রাসী একটি স্কুল দখল করে রেখেছিল। আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ সেটি পর্যবেক্ষণ করে দখলদারদের উপর হামলা চালান। এতে দখলদার বাহিনীর সদস্যরা নিহত ও আহত হয়েছে। এছাড়াও, দখলদার বাহিনীর উপর আরও বেশ কয়েকটি হামলা চালিয়েছেন মুজাহিদগণ। হামলাগুলোতে দখলদারদের জান-মালের ক্ষয়ক্ষতি হয়েছে।
• এখন পর্যন্ত গাজায় অন্তত ১৭,৭০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল। আহত হয়েছেন ৪৮,৮০০ এরও অধিক।