ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৯ ডিসেম্বর, ২০২৩

- সাইফুল ইসলাম

0
260

মধ্য গাজায় সন্ত্রাসী ইসরায়েলের রাতব্যাপী বিমানহামলায় বহু সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাবালিয়ার আল-আওদা হাসপাতালসহ দক্ষিণ ও উত্তর গাজার বেশ কয়েকটি হাসপাতালে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। আল-আওদা হাসপাতালে দখলদার বাহিনীর গুলিবর্ষণে দুই জন স্বাস্থ্য কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

লোহিত সাগরে দুটি ইয়েমেনি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ফ্রান্স।

দখলীকৃত পশ্চিম তীরের তুবাস শহরে বহু সংখ্যক সামরিক যান ও বুলডোজার নিয়ে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

পেন্টাগন বলেছে, জরুরি ভিত্তিতে ইসরায়েলের কাছে ১৪ হাজার ট্যাংক বিধ্বংসী গোলা বিক্রি করছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় গাজায় যুদ্ধবিরতির রেজুল্যুশনে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।

পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে এক কিশোরকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।

ইউএনআরডব্লিউএ-এর মুখপাত্র বলেছে, “রাফাহ, খান ইউনিস এবং উত্তরাঞ্চলে বহু লোক ক্ষুধার্ত অবস্থায় আছেন।”

ইসরায়েলের কারাগার থেকে ‍মুক্তি পাওয়া কিশোর ও পুরুষরা জানিয়েছেন, তাদের উপর কারাগারে অত্যাচার করেছে সন্ত্রাসী ইসরায়েল।

আল-আওদা হাসপাতালকে অবরুদ্ধ করে রেখেছে সন্ত্রাসী ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নিন্দা জানিয়েছে।

ইউএনআরডব্লিউএ বলেছে, ইসরায়েলি বোমা হামলায় তাদের ১৩৩ স্টাফ নিহত হয়েছে। অধিকাংশ স্টাফ তাদের পরিবারসহ নিহত হয়েছে।

বহু সংখ্যক দখলদার ইসরায়েলি সন্ত্রাসী একটি স্কুল দখল করে রেখেছিল। আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ সেটি পর্যবেক্ষণ করে দখলদারদের উপর হামলা চালান। এতে দখলদার বাহিনীর সদস্যরা নিহত ও আহত হয়েছে। এছাড়াও, দখলদার বাহিনীর উপর আরও বেশ কয়েকটি হামলা চালিয়েছেন মুজাহিদগণ। হামলাগুলোতে দখলদারদের জান-মালের ক্ষয়ক্ষতি হয়েছে।

এখন পর্যন্ত গাজায় অন্তত ১৭,৭০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল। আহত হয়েছেন ৪৮,৮০০ এরও অধিক।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএক মাসে টিটিপির অভিযানে পাকিস্তান সামরিক বাহিনীর ২১৯ সদস্য হতাহত
পরবর্তী নিবন্ধসেনা ঘাঁটিতে জেএনআইএমের অভিযানে ৮২ বুরকিনান সেনা হতাহত