পাকিস্তানে টিটিপির দুই অভিযানে অন্তত ৯ শত্রু সেনা নিহত

0
284

পাকিস্তানের জনপ্রিয় ও সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী টিটিপি এবং দেশটির সামরিক বাহিনীর মাঝে ২টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ১২ জানুয়ারির এই সংঘর্ষে টিটিপি পক্ষের একজন মুজাহিদ শহিদ হওয়া সহ শত্রু বাহিনীর ৯ সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

সূত্রমতে, প্রথম সংঘর্ষের ঘটনাটি ঘটে ১২ জানুয়ারি দুপুরের কিছুক্ষণ পর বান্নু প্রদেশের মীর-আলী জেলায়। অঞ্চলটিতে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ও পশ্চিমা মদদপুষ্ট বাহিনী একে অন্যের বিরুদ্ধে সম্মুখ লড়াইয়ে অবতীর্ণ হয়। ফলে উভয় বাহিনীর মাঝে তীব্র লড়াই শুরু হয়। এসময় ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে পশ্চিমা মদদপুষ্ট পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ৬ সৈন্য নিহত হয় এবং কতক সৈন্য আহত হয়। অপরদিকে শত্রু বাহিনীর সাথে এই যুদ্ধে প্রতিরোধ বাহিনী টিটিপির একজন মুজাহিদও (আবু বকর) শাহাদাত বরণ করেন (ইনশাআল্লাহ)।

এদিন রাতে দ্বিতীয় সংঘর্ষের ঘটনাটি ঘটে পেশোয়ার প্রদেশের শের-কেরাহ এলাকায়। সূত্রমতে, এই এলাকায় প্রতিরোধ বাহিনী টিটিপির একটি অবস্থান লক্ষ্য করে যৌথভাবে সামরিক আগ্রাসন চালায় পাকিস্তানের সিটিডি ও সেনাবাহিনী। তবে এসময় ইসলামি প্রতিরোধ যোদ্ধারাও পশ্চিমা মদদপুষ্ট শত্রু বাহিনীকে টার্গেট করে তৎক্ষণাৎ তীব্র পাল্টা আক্রমণ চালান।

টিটিপির মুখপাত্র মুহাম্মদ খোরাসানী জানান, মুজাহিদগণ শত্রু বাহিনীর যৌথ এই আগ্রাসন দক্ষতার সাথে প্রতিহত করেছেন। ফলশ্রুতিতে কোনো মুজাহিদ হতাহত হওয়া ছাড়াই শত্রু বাহিনীর ৩ সৈন্য নিহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআদাম ইয়াহইয়া গাদান – আমেরিকার বুকে ক্রুসেডের মৃত্যুদূত
পরবর্তী নিবন্ধআরও ৬০০ আফগান যুবকের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন