আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার আবারও দক্ষিণ গাজার আন নাসের হাসপাতালের ভেতর ঢুকে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা।
ডক্টরস উইদাউট বর্ডারস এর সূত্রমতে, ইসরায়েলি বাহিনী কয়েক দিন ধরে অবরোধ করে রাখার পর বৃহস্পতিবার ভোরে হাসপাতালে গোলাবর্ষণ করে। এতে ডাক্তর ও চিকিৎসাকর্মী সহ কয়েক জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছে আরো বেশ কয়েক জন। হামলার পর থেকে তাদের একজন সহকর্মী নিখোজ রয়েছেন বলে জানিয়েছেন তারা।
দক্ষিণ গাজার চিকিৎসা কর্মকর্তারা বলেছেন যে, ইসরায়েলি স্নাইপাররা এদিন নাসের হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করার সময় বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করেছে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে হাসপাতালের একজন ট্রমা সার্জন বলেছেন, মঙ্গলবার ইসরায়েলি স্নাইপারদের গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন, আরও কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী হাসপাতালের ব্যবস্থাপনা কর্মীদের সহ প্রায় ২০০ রোগী, ৯৫ জন চিকিৎসা কর্মী, এবং ১৬৫ জন বাস্তুচ্যুত লোককে কোন প্রকার খাদ্য পানীয় ছাড়াই তীব্র সংকটের মধ্যে কঠোর ও ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকতে বাধ্য করেছে।
গাজায় ইসরাইলের হামলার মূল টার্গেট এখন হাসপাতালগুলো। যুদ্ধ শুরুর পর থেকেই অবরুদ্ধ অঞ্চলটির ছোট-বড় অসংখ্য হাসপাতাল-ক্লিনিকে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা।
তথ্যসূত্র:
1. Israeli special forces raid largest functioning hospital in Gaza
– http://tinyurl.com/34sccrur