গাজায় জায়োনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে প্রথমদিনের মতো এখনো তীব্র প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন প্রতিরোধ বাহিনীগুলোর বীর যোদ্ধারা। গত ২১ ফেব্রুয়ারি বুধবার রাতে, গাজা শহরের পূর্বে আল-জায়তুন এলাকায় চলমান প্রতিরোধ যুদ্ধের আরও একটি ভিডিও প্রকাশ করেছে আল-কাসসাম ব্রিগেড।
নতুন প্রকাশিত ২ মিনিটের ভিডিওটিতে দেখা যায়, আল-কাসসামের স্নাইপার, জায়োনিস্ট বাহিনীর স্নাইপারদের নিশানা করে সফল স্নাইপ করেছেন। একই সাথে প্রতিরোধ যোদ্ধারা “আল-ইয়াসিন 105” ট্যান্ডেম রকেটের সাথে RPG-7 ব্যবহার করে ইসরায়েলের অহংকার মারকাভা ট্যাংক ধ্বংস করছেন। অপরদিকে জায়োনিস্ট বাহিনীর অবস্থান লক্ষ্য করে 60mm HM-14 মর্টারের সঙ্গে M61 শেল নিক্ষেপ করতে দেখা যায় প্রতিরোধ যোদ্ধাদের।
অঞ্চলটিতে প্রতিরোধ যোদ্ধাদের অভিযানে হাতাহত সেনাদের স্থানান্তর করতে দেখা যায় জায়োনিস্ট বাহিনীর হেলিকপ্টারগুলোকে।
ভিডিওটি দেখুন: