আফগানিস্তানে নিরাপত্তা ব্যবস্থা দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনী জনগণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পাশাপাশি যেসব দুষ্কৃতকারী দেশটিতে সমস্যা সৃষ্টি করছে, তাদেরকে দ্রুত প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
সম্প্রতি দেশটির রাজধানী কাবুলের পাঘমান এলাকা থেকে একটি শিশুকে অপহরণ করে একদল অপহরণকারী। এ ঘটনায় শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনী। এরপর গত ৩ মার্চ আনুমানিক ১৯ দিন পর অপহরণকারীদের হাত থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনী।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখে যায়, দেশটির সেনাবাহিনী অপহরণকারীদের হাত থেকে শিশুটিকে মুক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঐ সময় শিশুটির পরিবারে আনন্দ-উল্লাসে আবেগঘন এক পরিবেশ সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুটির পিতা চিৎকার করে স্লোগান দিতে শুরু করে, এবং বলতে থাকে, “আমীরুল মুমিনীন দীর্ঘজীবী হোক, ইমারতে ইসলামিয়া দীর্ঘজীবী হোক।”
উল্লেখ্য যে, শিশুটিকে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধারের সময় সেনাবাহিনীর গুলিতে অপহরণকারীরা নিহত হয়।
উদ্ধার পরবর্তী ভিডিও:
ভিডিও ডাউনলোড লিংক:
https://archive.org/details/20240306_20240306_0549
তথ্যসূত্র:
1. نیروهایی امنیتی یک کودک را در منطقه تایمنی از مربوطات حوزه چهارم امنیتی شهر کابل، از چنگ آدمربایان نجات دادهاند.
– https://tinyurl.com/4pfh4p4c