আফগানিস্তানে হামলা চালানো অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান

0
677

আফগানিস্তানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ২ জুলাই মঙ্গলবার বিবিসিকে এই কথা বলেছে সে।
আফগানিস্তানে হামলা চালানো হলেও বিষয়টি এত দিন কোনো জ্যেষ্ঠ পাকিস্তানি কর্মকর্তা স্বীকার করেনি। গত মার্চে শুধু পাকিস্তানি কর্মকর্তারা আফগানিস্তানে একটি হামলার কথা স্বীকার করেছিল।

আফগানিস্তানে এসব হামলার ঘটনার তীব্র নিন্দা ও সমালোচনা করে আসছেন তালেবান সরকার। আফগান কর্মকর্তারা এসব হামলাকে দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছিলেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিবিসিকে বলে, ‘এটা ঠিক যে আমরা আফগানিস্তানের অভিযান চালাচ্ছি এবং ভবিষ্যতেও আমরা অভিযান অব্যাহত রাখব। আমরা তাদের সমাদর করতে পারি না। হামলা হলে আমরাও পাল্টা হামলা চালাব।’ অন্য একটি দেশে এভাবে হামলা চালানোর বৈধতা নিয়ে শঙ্কাও উড়িয়ে দিয়ে খাজা আসিফ আরও বলে, ‘পাকিস্তান সম্ভাব্য হামলার বিষয়ে তালেবানকে জানায় না।’

সম্ভাব্য হামলার বিষয়ে তালেবানকে কোনো কিছু না জানানো প্রসঙ্গে খাজা আসিফ বলে, ‘এতে করে ঝটিকা অভিযান চালিয়ে শত্রুপক্ষকে খতম করা হয়। কেন আমাদের তাদের বলতে হবে? প্রস্তুত থাকো, আমরা আসছি।’ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ অভিহিত করে ইসলামি ইমারত আফগানিস্তান পাল্টা হুমকি দিয়ে বলেছেন, আফগানিস্তানে হামলা চালালে তার পরিণতি ভোগ করতে হবে।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোটের সেনারা আফগানিস্তান ছাড়লে রাষ্ট্রক্ষমতায় আসেন তালেবান সরকার। এর পর থেকে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। ইতঃপূর্বে পাকিস্তান থেকে অমানবিকভাবে হাজার হাজার আফগান শরণার্থীদেরকে জোরপূর্বক তাড়িয়ে দিয়েছে পাকিস্তান সরকার।

পাকিস্তান সম্প্রতি ঘোষণা দিয়েছে, ‘রিজলভ ফর স্টাবিলিটি’ নামে নতুন এক সামরিক অভিযান শুরু করেছে তারা। দেশের অভ্যন্তরে কথিত ‘সন্ত্রাসবাদী তৎপরতা’ মোকাবিলার লক্ষ্যে এ অভিযান চালানো হবে।

তবে সমালোচক এমনকি পাকিস্তান সরকারের কিছু সূত্র জানিয়েছে, চীনের চাপের মুখে এ অভিযান শুরু করেছে ইসলামাবাদ। কারণ, পাকিস্তানে কর্মরত প্রায় ২৯ হাজার চীনা নাগরিকের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। এর মধ্যে আড়াই হাজারই কাজ করছে চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) নির্মাণের কাজে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের অংশ হচ্ছে সিপিইসি।


তথ্যসূত্র:
১. Pakistan will continue attacks in Afghanistan – minister – https://tinyurl.com/mcc3rrp2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১ জুলাই, ২০২৪
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় শাবাবের ৩ অভিযানে অন্তত ৫০ সেনা হতাহত