উত্তর মালিতে আল-কায়েদার হামলায় ওয়াগনার বাহিনীতে বিপর্যয়: নিহত অন্তত ৮০ সেনা

0
624

মালির উত্তরাঞ্চলীয় কিদাল রাজ্যে আল-কায়েদার ভারী এক অ্যাম্বুশে বড় ধরনের বিপর্যয়ের শিকার হয়েছে রাশিয়ার ওয়াগনার ভাড়াটে বাহিনী। এতে কয়েক ডজন ওয়াগনার সদস্য নিহত হওয়া ছাড়াও অন্তত ১২ সদস্য মুজাহিদদের হাতে বন্দী হয়েছে।

আঞ্চলিক সংবাদ মাধ্যম আয-যাল্লাকার তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই শনিবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিন ওয়াগনার ভাড়াটে বাহিনী এবং মালির জান্তা বাহিনী কিদাল রাজ্যের তানজোয়াতিন শহর দখলের উদ্দেশ্যে বড় একটি সামরিক কনভয় নিয়ে শহরের দিকে অগ্রসর হতে শুরু করে। বিকাল পর্যন্ত কনভয়টি শহর থেকে প্রায় ৬০ কিমি. দূরের তানতাঘিত এলাকায় পৌঁছায়। আর এখানেই ঘটে সবচাইতে বড় বিপত্তি, কেননা এলাকাটি আল-কায়েদা সংশ্লিষ্ট প্রতিরোধ বাহিনী ‘জেএনআইএম’ প্রভাবিত, এছাড়াও কিছু জায়গায় বিদ্রোহী গ্রুপ আযওয়াদের উপস্থিতি রয়েছে।

ফলে কনভয়টি যখন তানতাঘিত এলাকায় পৌঁছে, তখন কয়েক শতাধিক মুজাহিদ ভারী অস্ত্র-শস্ত্র ও সাঁজোয়া যান নিয়ে একযোগে কনভয়টি লক্ষ্য করে একটি শক্তিশালী অ্যাম্বুশ করেন। কয়েক ঘন্টা ধরে মুজাহিদগণ কনভয়টির সাথে যুক্ত রাশিয়ার ওয়াগনার বাহিনী ও মালির জান্তা বাহিনীর বিরুদ্ধে তীব্র সংঘর্ষে লিপ্ত হন। এসময় আজওয়াদ বিদ্রোহীদের কিছু সদস্যও কনভয়টির বিরুদ্ধে পরিচালিত এই হামলায় অংশ নেয়।

ফলে জেএনআইএম মুজাহিদ ও আজওয়াদ বিদ্রোহীদের তীব্র আক্রমণে ভারী বিপর্যয়ের মুখে পড়ে ওয়াগনার সেনা কনভয়টি। এই অভিযানে কনভয়টির ৯৯ শতাংশ ওয়াগনার সৈন্যই নিহত হয় এবং তাদের সমস্ত সাঁজোয়া যান ধ্বংস হয়ে যায়।

জেএনআইএম-এর সামরিক নেতৃত্ব এই অভিযানের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করেছে যে, মুজাহিদদের সফল অ্যাম্বুশে অন্তত ৫৩ ওয়াগনার সেনা এবং ১০ জান্তা সেনা নিহত হয়েছে। মুজাহিদদের হাতে বন্দী হয়েছে আরও ১৩ ওয়াগনার ও অনেক জান্তা সদস্য। সেই সাথে ধ্বংস করা হয়েছে সামরিক কনভয়টির ৩০টি সাঁজোয়া যান ও গাড়ি, জব্দ করা হয়েছে আরও অনেক যান এবং বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ।

এদিকে বিদ্রোহী গ্রুপ আজওয়াদও দাবি করেছে যে, তাদের যোদ্ধাদের হামলাতেও কয়েক ডজন ওয়াগনার এবং জান্তা সৈন্য নিহত হয়েছে, বন্দী করা হয়েছে আরও কতক সৈন্যকে।

‘জেএনআইএম’ প্রশাসন অভিযানের প্রাথমিক ফলাফলের রিপোর্ট প্রকাশের কয়েক ঘন্টা পর, ৪ মিনিটের অধিক সময়ের একটি ভিডিও প্রচার করে। এতে হামলার তীব্রতা তুলে ধরার পাশাপাশি ঘটনাস্থল জুড়ে নিহত ওয়াগনার ও জান্তা সদস্যদের মৃতদেহের স্তুপগুলো তুলে ধরা হয়েছে। ভিডিও থেকে এটি স্পষ্ট বুঝা যাচ্ছিল যে, জেএনআইএম’ কর্তৃক প্রকাশিত প্রাথমিক ফলাফলের চাইতে নিহত ওয়াগনার সদস্যদের সংখ্যা আরও কয়েকগুণ বেশি। স্থানীয় কিছু সূত্র এই হামলায় নিহত ওয়াগনার সদস্য সংখ্যা ৮০ পর্যন্ত ছাড়িয়ে গেছে বলেও দাবি করেছে।

আর আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা শনিবারের হামলা সম্পর্কে বলেন, রাশিয়ান ভাড়াটে ওয়াগনার বাহিনী গঠনের পর তাদের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। জেএনআইএম যোদ্ধারা ওয়াগনার বাহিনীর অপরিমেয় পরাজয় ঘটিয়েছে। এমনকি এই অভিযানে ওয়াগনার বাহিনী তাদের বিখ্যাত সর্বাধিনায়ক (কমান্ডার-ইন-চিফ) আন্তন এলিজারব-কে হারিয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ান ও ইথিওপিয়ান বাহিনীর উপর শাবাবের হামলা: হতাহত ৩০
পরবর্তী নিবন্ধ১৩ দিনে গ্রেপ্তার ১০ হাজারের বেশি ছাত্র-জনতা