রাশিয়ায় বিশ্বের ১২টি দেশের ৫২ জন শক্তিশালী সেনা সদস্যের মাঝে অনুষ্ঠিত হয়েছে এলব্রুস পর্বত আরোহণ প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সামরিক বাহিনীর একজন সদস্য।
ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিলিটারি স্পোর্টস আয়োজিত এই পর্বত আরোহন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আফগানিস্তান, ব্রাজিল, আর্মেনিয়া, ভারত, জর্ডান, ইরাক, ইরান, চীন, মঙ্গোলিয়া, নামিবিয়া, ওমান, ইকুয়েডর এবং রাশিয়ার সামরিক বাহিনীর মোট ৫২ জন প্রতিযোগী। প্রতিযোগিতায় ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক বাহিনীর ৩ জন সদস্যও অংশ নেন।
আর সবাইকে চমকে দিয়ে এই পর্বত আরোহন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সামরিক বাহিনীর একজন প্রশিক্ষক কমান্ডার মুহাম্মদ হারুন ইয়াসির।
জানা যায় যে, ৫ হাজার ৬৪২ মিটার উচ্চতার এই এলব্রুস পর্বতারোহণ প্রতিযোগিতাটি গত ২০ শে জুলাই শুরু হয়ে গত ২৫ শে জুলাই শেষ হয়েছে।