বেনিনে আল-কায়েদার পৃথক অভিযানে অন্তত ২৪ সেনা হতাহত

0
260
বেনিনে আল-কায়েদার পৃথক অভিযানে অন্তত ২৪ সেনা হতাহত

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা সামরিক অপারেশনের মাত্রা বাড়িয়েছেন। ফলশ্রুতিতে দলটির ২টি পৃথক অপারেশনেই বেনিনের অন্তত ১৪ সেনা সদস্য নিহত হয়েছে।

স্থানীয় সূত্রমতে, বেনিন সেনাবাহিনীর উপর প্রথম হামলাটি চালানো হয় গত ২৫ জুলাই সকাল ৯ টার দিকে। হামলাটি নাইজার সীমান্তবর্তী করিমামা এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলকে টার্গেট করে চালানো হয়। প্রাথমিকভাবে এতে ২ সেনা নিহত এবং আরও ১০ সেনা আহত হয়েছে বলে জানা গেছে।

এদিন রাতে বেনিন সেনাবাহিনীর উপর আরও একটি সফল অভিযান চালান মুজাহিদগণ। অভিযানটি বুরকিনা ফাসো ও নাইজার সীমান্তবর্তী মেকরু এলাকার উত্তরে অবস্থিত বেনিন সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে। আর অভিযানে অংশ নিয়েছেন জেএনআইএম-এর প্রায় ৩০ সদস্যের ছোট একটি দল।

এই দলটির মুজাহিদগণ সংক্ষিপ্ত লড়াইয়ের মাধ্যমে বেনিন সেনাবাহিনীর ভারী ক্ষয়ক্ষতি করেন। এসময় বেনিনিজ সেনাবাহিনীর অন্তত ১২ সদস্য নিহত হয় এবং অন্যরা ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়।

উল্লেখ্য যে, সাম্প্রতিক বছরগুলোতে সাহারা মরুভূমির দক্ষিণে সংঘাত-বিধ্বস্ত অঞ্চলে প্রভাব বড়ছে আল-কায়েদার। বর্তমানে দলটির যোদ্ধারা পশ্চিম আফ্রিকায় আরও ছড়িয়ে পড়ছে, সেই ধারাবাহিকতায় বেনিনের মতো উপকূলীয় দেশগুলোতেও দলটির সামরিক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১২টি দেশের সেনাদের পিছনে ফেলে পর্বতারোহণে প্রথম আফগান সেনা
পরবর্তী নিবন্ধখান ইউনিসে ইসরায়েলি অভিযান শেষ, নিহত ৩০০ ফিলিস্তিনি