হামাস প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাত বরণের ঘটনায় ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের শোকবার্তা

0
453
হামাস প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাত বরণের ঘটনায় ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের শোকবার্তা

গত ৩১ জুলাই ভোরে ইরানের রাজধানী তেহরানে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের (হামাস) নেতা ড. ইসমাঈল হানিয়া। তার শহীদ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান।

নিশ্চয় আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং তাঁরই নিকট আমাদের প্রত্যাবর্তন। উক্ত বার্তায় পবিত্র কোরআনের সূরা আহযাবের ২৩ নম্বর আয়াত উল্লেখ করা হয়, যেখানে মহান আল্লাহ মুজাহিদদের একটি সাধারণ গুণ বর্ণনা করেছেন।

مِنَ المُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلاً. (الاحزاب ۲۳ اية) صدق الله العظيم.
” মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত তাদের প্রতিশ্রুতি সত্যে বাস্তবায়ন করেছে। তাদের কেউ কেউ জিহাদে শাহাদাত বরণ করে দায়িত্ব পূর্ণ করেছে, আবার কেউ কেউ শাহাদাত বরণের অপেক্ষায় রয়েছে। তারা আপন প্রতিশ্রুতিতে অত্যন্ত দৃঢ়।”

ড. ইসমাইল হানিয়া রহিমাহুল্লাহ মহান আল্লাহর সাথে কৃত এই ওয়াদা পূরণে অবিচল ছিলেন। অবশেষে তিনি কাঙ্ক্ষিত শাহাদাতের মৃত্যু লাভ করে সফল হয়েছেন। একই সাথে তিনি মুজাহিদদের জন্য রেখে গেছেন ধৈর্য, অধ্যবসায়, নিঃস্বার্থ মেহনত, সংগ্রাম ও ত্যাগের আদর্শ। যদিও বিশিষ্ট এই নেতার মৃত্যুকে মুসলিম উম্মাহ ও মুজাহিদদের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবেই দেখছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। আল্লাহ তাআলা মহান এই নেতাকে চিরস্থায়ী জান্নাত নসিব করুন।

এছাড়া তার শোকাহত পরিবার, হামাস নেতৃবর্গ ও মুজাহিদদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে তালেবান সরকার। মহান আল্লাহ তাদেরকে ধৈর্য ও দৃঢ় মনোবল দান করুন।

ফিলিস্তিনের পবিত্র ভূমি রক্ষা করাকে দ্বীনি ও মানবিক দায়িত্ব হিসেবে গণ্য করে ইমারতে ইসলামিয়া প্রশাসন। তাই উক্ত শোকবার্তায় ইহুদিবাদী শাসকগোষ্ঠীর নৃশংসতা, বোমা হামলা ও গণহত্যাকে মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ আখ্যায়িত করে তাদের নিন্দা পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে এই আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে মুসলিম দেশ ও আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে এগিয়ে আসতে আবারও আহ্বান জানান তারা। এই নৃশংসতা ক্রমশই আঞ্চলিক দেশসমূহে অশান্তি ও অস্থিরতা বাড়িয়ে তুলবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।


তথ্যসূত্র:
1. Statement by the Islamic Emirate of Afghanistan on the Martyrdom of Dr. Ismail Haniyeh, Political Leader of Hamas
– https://tinyurl.com/3569k78h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআবু সাঈদকে হত্যা করলো পুলিশ, কারাগারে কিশোর শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধরাবিতে শিক্ষার্থীদের আটকের চেষ্টা পুলিশের, শিক্ষকদের সাথে ধস্তাধস্তি