গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৯ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে।
এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ৫ আগস্ট, সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৭১ জন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৬২৩ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালেও পশ্চিম তীরের জেনিন শহরে ও জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলছে, প্রায় ৯০ জন অজ্ঞাতপরিচয় ফিলিস্তিনির মৃতদেহ ইসরায়েলি বাহিনী নিয়ে গিয়েছিল। সেগুলো ফেরত পাঠিয়েছে তারা। পরে তাদেরকে গণকবরে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
তথ্যসূত্র:
1. Gaza death toll tops 39,600 amid relentless Israeli attacks
– https://tinyurl.com/5xdjn88a