ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের এক দোকানেই প্রায় ১০ হাজার টাকা বাকি খেয়েছে ছাত্রলীগের নেতারা। এর মধ্যে টাকা না দিয়ে হল ছেড়েছে প্রত্যেকেই। এখন তাদের ধরতে না পেরে নিঃস্ব দোকান মালিক টাকার আশায় তালিকা দিয়েছেন প্রাধ্যক্ষ অফিসে। সে তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ৬ থেকে ৭ জন ছাত্রলীগ নেতা বাকি খেয়েছে এই দোকান থেকে। যার মধ্যে রয়েছে পূর্বের হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান শীর্ষ পদ প্রত্যাশীরাও।
এর মধ্যে—কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দামের অনুসারী হেদায়েতুল ইসলাম বাকি খেয়েছে ১২০০ টাকা, হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেদ খেয়েছে ৮৩০ টাকা, কাশেম নামক এক নেতা খেয়েছে ২০০ টাকা, হোসাইন নামে একজন খেয়েছে ১৯৫০ টাকা; ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতের অনুসারী মাজেদ খেয়েছে ৫৬০ টাকা, সাদ্দামের অনুসারী আশিক মাহমুদ খেয়েছে ৮৭৭ টাকা, মোশাররফ খেয়েছে ১০৩০ টাকা, ইমাম নামে একজন খেয়েছে ৫৩০ টাকা এবং সোহান নামে একজন খেয়েছে ২৬০ টাকা।
দোকান মালিক আলমগীর জানান, এভাবে আরও অনেকেই বাকি খেয়েছে যাদের লিস্ট করাই হয়নি। আমার দোকানে খুব বেশি টাকার জিনিস নেই তবুও এত বাকি খেয়েছে। প্রশাসনের কাছে লিস্ট দিয়েছি যদি তারা কিছু টাকা উদ্ধার করে দিতে পারে তাহলে আমার জন্য ভালো হয়।
তিনি বলেন, আমার কাছে বাকি কমই আছে। অন্যান্য দোকানে একজন নেতাই ৫ হাজার থেকে ৬ হাজার টাকা বাকি খেয়েছে কিন্তু টাকা দেয়নি। এমনকি তারা কখনো টাকা দেয় না।
অন্য দোকানগুলো না খোলায় অন্যান্যদের বাকির তালিকা পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। এছাড়াও বিষয়টি নিয়ে নানা মাধ্যমে চেষ্টা করেও সংশ্লিষ্ট বা অভিযুক্তদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে পত্রিকাটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলেই ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে দোকানে বাকি রাখার অভিযোগ রয়েছে।
তথ্যসূত্র:
১. হলের দোকানে টাকা বাকি রেখে পালালেন ঢাবি ছাত্রলীগ নেতারা
– https://tinyurl.com/3k5x2bcs