১৭আগস্ট, শনিবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন এলাকা লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১১ জন বেসামরিক লোক নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
মধ্য গাজায় অবস্থিত আল-জাওয়াইদা শহরে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলি তাঁবুতে বাস্তুচ্যুত ব্যক্তিদের উপর বোমাবর্ষণ করলে দশজন ব্যক্তি প্রাণ হারায় এবং অন্যরা আহত হয়। স্থানীয় সূত্র জানায় যে শহরের দক্ষিণ প্রবেশদ্বারের কাছে তিনটি পৃথক স্থানে বিমান হামলা চালানো হয়েছে।
গাজা শহরের শেখ রাদওয়ান এলাকায়, একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
উপরন্তু, খান ইউনিসের উত্তর-পশ্চিমে হামাদ শহরের কাছে বাস্তুচ্যুত লোকদের জন্য তাঁবু লক্ষ্য করে বন্দুকের গুলিতে একজন শিশু আহত হয়েছে। খান ইউনিসের পূর্বে ইউরোপিয়ান হাসপাতালের কাছে একটি বাড়িতে ইসরায়েলি হামলার সময় আরও হতাহতের খবর পাওয়া গেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে ৪০,০০৫ নথিভুক্ত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং ৯২,৪০১ জনেরও বেশি আহত হয়েছে।
তথ্যসূত্র:
1.Israeli airstrikes in Gaza result in multiple casualties
– https://tinyurl.com/ywky4uay