২৪ আগস্ট, শনিবার রাত থেকে গাজা উপত্যকা জুড়ে লাগাতার ইসরায়েলি বিমান হামলা এবং আর্টিলারি গোলাবর্ষণে কমপক্ষে ৩৭ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে।স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
খান ইউনিসে, আল-আমাল পাড়ায় কালাখ পরিবারের বাড়িতে একটি বিমান হামলায় ১১ জন বেসামরিক লোক নিহত হয়েছে। একই সময়ে, কেন্দ্রীয় খান ইউনিসের আল-কাতিবা এলাকায় ইসরায়েলি বোমা হামলায় আরো ১১ জন নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক যানবাহন এবং ড্রোন থেকে শহরের পশ্চিমে বাস্তুচ্যুত লোকদের তাঁবুতে গোলাবর্ষণ করে, যার ফলে কমপক্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
রাফাহতে, উদ্ধারকারী দল এবং বেসামরিক প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে নিহত বেসামরিক ব্যক্তিদের তিনটি মৃতদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে। আরও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
মধ্য গাজায়, নুসেইরাত শরণার্থী শিবিরের আইন জালাউট টাওয়ারে বিমান হামলায় অন্তত তিনজন নিহত এবং অন্যরা আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে যে ইসরায়েলি বিমান দেইর আল-বালাহের পূর্বে আবু আরিফ এলাকায় এক দল বেসামরিকের উপর আঘাত হেনেছে, যার ফলে একাধিক মানুষের প্রাণহানি হয়েছে।
অধিকন্তু, দেইর আল-বালাহর পূর্ব অঞ্চলে বাস্তুচ্যুত ব্যক্তিদের তাঁবুতে ড্রোন হামলার ফলে একজন ফিলিস্তিনি নিহত এবং পাঁচজন আহত হয়। দেইর আল-বালাহর হাকার আল-জামি এলাকায় আরেকটি ইসরায়েলি আর্টিলারি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে এ পর্যন্ত ৪০,২৬৫ নথিভুক্ত ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে এবং ৯৩,১৪৪ জনেরও বেশি আহত হয়েছে।
তথ্যসূত্র:
1.Israeli airstrikes in Gaza claim 37 lives and injure dozens
– https://tinyurl.com/ycy2h8p3