মোগাদিশুতে শাবাবের ইস্তেশহাদী হামলায় অন্তত ৭৯ সেনা হতাহত

0
279

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে দেশটির গোয়েন্দা সংস্থার একটি সামরিক কেন্দ্রে ইস্তেশহাদী হামলা চালিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন। এতে গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনীর অন্তত ২৮ সদস্য নিহত হয়েছে।

শাহাদাহ এজেন্সির সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট বুধবার সকালে, রাজধানী মোগাদিশুর উপকন্ঠে রুব-দাই এলাকায় একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরক ভর্তি গাড়িটি নিয়ে হারাকাতুশ শাবাবের একজন ইস্তেশহাদী মুজাহিদ “রুব-দাই” এলাকার আশপাশের সামরিক বাধাগুলো অতিক্রম করে ঘাঁটির কেন্দ্রে পৌঁছে যান। এরপর উক্ত ইস্তেশহাদী মুজাহিদ বিস্ফোরক ভর্তি উক্ত গাড়িটি ঘাঁটির কেন্দ্রে বিস্ফোরণ ঘটান।

শাবাবের ইস্তেশহাদী এই অপারেশনে বহু সংখ্যক গোয়েন্দা ও সামরিক কর্মকর্তা হতাহত হয়। সেই সাথে অনেক সামরিক যানবাহন ধ্বংস এবং ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আশ-শাবাব প্রাথমিকভাবে নিশ্চিত করেছে যে, হতাহত শত্রুদের মধ্যে অন্তত ২৮ সদস্য নিহত এবং আরও ৫১ জন আহত হয়েছে। আর আহতদের বেশিরভাগের অবস্থাই গুরুতর ছিলো, পরে তাদেরকে রাজধানী মোগাদিশুর সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

আশ-শাবাবের সামরিক নেতৃত্ব এক প্রেস বিজ্ঞপ্তিতে যোগ করেছে যে, ইস্তেশহাদী হামলার পর হতাহত সেনাদের উদ্ধারে বেশ কয়েকটি সামরিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এদের মধ্যে একটি দলকে রাজধানীর শাবেল চেকপয়েন্ট অতিক্রমকালে মুজাহিদগণ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেন। এতে আরও বেশ কিছু শত্রু সৈন্য হতাহত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এই অপারেশনটি রাজধানীর আইলশা এলাকা এবং এর আশপাশে বসবাসকারী মুসলিমদের বিরুদ্ধে সামরিক বাহিনীর বেআইনি হামলা, নির্বিচারে গ্রেফতার, লুটপাট এবং জনগণকে পেরেশান করার প্রতিশোধ নিতে চালানো হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগ্রেফতার হলো হাসানুল হক ইনু
পরবর্তী নিবন্ধফারাক্কার ১০৯ টি গেট খুলে দিয়েছে ভারত: আতঙ্কে কুষ্টিয়াবাসী