রাজস্থানে মুসলমানদের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর এবং দুইজন মুসলিমকে মারধর

0
78

২৬ আগস্ট, সোমবার ভারতের রাজস্থানের ভিলওয়ারা শহরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার পর দোকানদাররা শাটার নামিয়ে দেয়, এসময় উগ্র হিন্দু জনতা মুসলমানদের বাড়িঘর ও দোকান ভাংচুর করে এবং দুইজন মুসলিমকে মারধর করে।

সোশ্যাল মিডিয়ায় দুই মুসলিমের ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে তারা দাবি করছে যে, বিক্ষোভের স্থান দিয়ে যাওয়ার সময় হিন্দুত্ববাদী জনতা তাদের মারধর করেছে।

ভুক্তভোগীদের একজন মুহম্মদ কাসিম বলেছেন যে তিনি শাস্ত্রী নগর থেকে কিছু গৃহস্থালী সামগ্রী কিনে বাড়ি যাচ্ছিলেন। এ সময় উগ্র হিন্দু জনতা তাকে মারধর করেছে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। মুখে ও হাতে আঘাতের চিহ্ন দেখিয়ে কাসিম বলেন, “পুলিশ সেখানে উপস্থিত ছিল কিন্তু তারা কিছুই করেনি”।

রেহান নামে আরেক মুসলিম জানান, দুধ আনতে যাওয়ার সময় একটি মন্দিরের কাছে কিছু লোক তার বাইক থামিয়ে দেয়। তারা রেহানকে তার নাম জিজ্ঞেস করে। তার মুসলিম পরিচয় পাওয়ার পর, হিন্দুত্ববাদী জনতা তাকে মারধর শুরু করে। রেহান বলেন,“তারা আমাকে মারধর শুরু করে। তারা আমাকে লাথি ও ঘুষি মারছিল। আমি বাইক থেকে পড়ে গেলাম। সেখানে ১৫-২০ জন লোক আমাকে মারধর করছিল”।

এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অপর একটি ভিডিওতে উগ্র হিন্দু জনতাকে মুসলমানদের বাড়িঘর ও দোকান ভাংচুর করতে দেখা গেছে। ভিডিওতে হিন্দুত্ববাদী জনতাকে একটি মুসলিম এলাকায় ঢুকে বাড়িঘরে পাথর ছুড়তেও দেখা যায়।


তথ্যসূত্র:
1.Two Muslims trashed in Rajasthan’s Bhilwara, communal tension erupts
– https://tinyurl.com/43kz5ycp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগণহত্যার ৩২৬তম দিন: গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত কয়েক ডজন
পরবর্তী নিবন্ধবৈষম্যবিরোধী আন্দোলনকারী দুই শিক্ষার্থীর উপর আওয়ামী লীগের হামলা