দেশের ১১ জেলায় চলমান বন্যায় আরো চারজন ব্যক্তির প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এ নিয়ে চলমান বন্যায় এখন পর্যন্ত নিহত হলেন ৩১ জন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ইতোমধ্যে দেশের সব নদীর পানি কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের আশঙ্কা নেই। বুধবার (২৮ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলা বন্যায় আক্রান্ত। ৭৩টি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫২৮টি।
১১ জেলায় মোট ১২,২৭,৫৫৪ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৮,২২,৭৩৪ জন। মৃত লোকসংখ্যা ৩১ জন। এদের মধ্যে কুমিল্লা-১২, ফেনী- ২, চট্টগ্রাম-৫, খাগড়াছড়ি-১, নোয়াখালী-৬, ব্রাহ্মণবাড়িয়া-১, লক্ষ্মীপুর-১ ও কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো দুজন, তারা মৌলভীবাজারের।
তথ্যসূত্র:
১. বন্যায় মৃত্যু বেড়ে ৩১, পরিস্থিতি উন্নতির আভাস
– https://tinyurl.com/4wrfarxp