জাইশুল আদলের টার্গেট কিলিং অপারেশনে ইরানি কমান্ডার নিহত

0
310

বেলুচিস্তান ভিত্তিক সশস্ত্র সুন্নি প্রতিরোধগোষ্ঠী জাইশুল আদল। সম্প্রতি দলটির এক অভিযানে ইরানের খাশ শহরের উচ্চপদস্থ একজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছে।

সূত্রমতে, গত ২৩ আগস্ট শুক্রবার, বেলুচিস্তানের খাশ শহরে একটি টার্গেট কিলিং অপারেশন চালিয়েছেন জাইশুল আদলের যোদ্ধারা। হামলাটি শহরের পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর প্রধান হুসাইন পিরিকে লক্ষ্য করে তার বাড়ির সামনে চালানো হয়। এতে ইরানি ইনভেস্টিগেশন ব্যুরোর আঞ্চলিক এই প্রধান প্রতিরোধ যুদ্ধের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়।

জাইশুল আদলের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নিহত এই ব্যক্তি বেলুচিস্তানে বেসামরিকদের বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং নানা লঙ্ঘনের জন্য দায়ী ছিলো। আর এসমস্ত অপরাধের তালিকায় যেই নামগুলি ছিল, তারমধ্যে হুসাইন পিরিও রয়েছে।

জাইশুল আদল গত ২৮ আগস্ট, উক্ত হামলার একটি ভিডিও প্রকাশ করেছে।  প্রকাশিত ভিডিওতে ইরানি কমান্ডার নিহত হওয়ার মুহূর্তগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে।  ভিডিওতে দেখা যায়, প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে অস্ত্র ব্যবহার করার আগেই ইরানি কমান্ডারকে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করতে সক্ষম হন জাইশুল আদলের যোদ্ধারা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলের বিরুদ্ধে ইস্তেশহাদী হামলা পুনরায় শুরুর আহ্বান হামাস নেতা খালিদ মিশালের
পরবর্তী নিবন্ধবিগত বছর সাড়ে ১২ হাজারের অধিক সেনা প্রশিক্ষণ দিয়েছে তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়