বিগত বছর ২৭১টি প্রকল্প বাস্তবায়ন করেছে ইমারতে ইসলামিয়া সরকারের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়

0
117

বিগত বছরের (হিজরি সৌরসাল ১৪০২) কর্মসম্পাদন প্রতিবেদন উপস্থাপন করেছে তালেবান সরকারের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিগত বছর কৃষি, সেচ ও প্রাণিসম্পদ খাতে ২৭১টি প্রকল্প বাস্তবায়ন করেছে উক্ত মন্ত্রণালয়, এতে মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন সহযোগী সংস্থাও অংশীদার ছিল। এই প্রকল্পগুলো বাস্তবায়নে সর্বমোট ব্যয় হয়েছে ৩০০ মিলিয়ন ডলার। এছাড়া ১১টি প্রদেশে সেচ প্রকল্প নির্মাণ খাতে ৫০ মিলিয়ন আফগানি বিনিয়োগ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ফলে প্রায় ৭ হাজার হেক্টর জমি সেচের আওতায় এসেছে। বাস্তবায়িত সেচ প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ১৩৮টি চেকবাঁধ নির্মাণ সম্পন্ন করা। এছাড়া ছোট-বড় সব মিলিয়ে দেশে প্রায় ২৮হাজার খাল রয়েছে, খালসমূহ সংস্কারে মন্ত্রণালয়টি কাজ করে যাচ্ছে।

অপরদিকে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রায় ৬লাখ ৬০হাজার কৃষকের মধ্যে গমবীজ ও রাসায়নিক সার সরবরাহ করেছে তালেবান কৃষি মন্ত্রণালয়। সরবরাহকৃত গমবীজের পরিমাণ ৩৩হাজার মেট্রিক টন ও সারের পরিমাণ ৫৪হাজার মেট্রিক টন। এছাড়া জাফরান, বাদাম, পেস্তা, আখরোট ও জুজুব ফল চাষীদের মধ্যে চারা ও অন্যান্য প্রণোদনা সরবরাহ করেছে মন্ত্রণালয়টি।

দেশের কৃষি ও প্রাণিসম্পদ শিল্পকে সমৃদ্ধ করতে বিগত বছর মন্ত্রণালয়ের উন্নয়ন তহবিল থেকে ১.৩ বিলিয়ন আফগানি বরাদ্দ দেয়া হয়েছে, যা কৃষক, পশুখামারি ও বেসরকারি খাতের মধ্যে বিতরণ করা হয়।


তথ্যসূত্র:
1. Last Year Performance Report of Ministry of Agriculture
– https://tinyurl.com/444sra2f
2. Ministry of Agriculture, Irrigation, and Livestock Highlights Past Achievements and Future Plans
– https://tinyurl.com/mr3a9u58

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআগস্টে টিটিপির রেকর্ড সংখ্যক ২৪৩টি অপারেশনের স্বাক্ষী হলো পাকিস্তান
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে সন্ত্রাসী ইসরায়েলি সেনা কমান্ডারসহ ৩ জন নিহত