‘মসজিদে গিয়ে একে একে মুসলিমদের মারা হবে’, বিজেপি নেতার হুমকিতে তোলপাড়

0
25

“মসজিদে ঢুকে মুসলিমদের মারব”- প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এমনই উত্তেজক ভাষণ দিয়েছে বিজেপি বিধায়ক নীতেশ রানে। ০১ সেপ্টেম্বর, রবিবার আহমেদনগরে এক সভায় এই বক্তব্য দিয়েছে রানে। সভাটি আয়োজন করা হয়েছিল রামগিরি মহারাজের সমর্থনে। সম্প্রতি এই রামগিরি মহারাজ নবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করে। নাসিকে এক ধর্মীয় অনুষ্ঠানে ওই কথা বলে রামগিরি মহারাজ। এনিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়।

শুক্রবার আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নীতেশ রানে বলেছে, রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনও কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব। এটা মাথায় রেখো।

রানের ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে ২টি এফআইআর করেছে আহমদনগর পুলিশ।

রামগিরি মহারাজ আপত্তিকর মন্তব্য করলেও শুক্রবার তার সঙ্গে একমঞ্চে বসে একটি সভা করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ওই সভায় মুখ্যমন্ত্রী রামগিরি মহারাজকে সন্ত(ধার্মিক) বলে বর্ণনা করে। পাশাপাশি আহমদনগরের প্রাক্তন সাংসদ সুজয় পাতিল রামগিরি মহারাজের পা ছুঁয়ে প্রণাম করে।

আহমেদনগর জেলার শ্রীরামপুর তালুকের এক অনুষ্ঠানে রামগিরি মহারাজ বলে, যা বলা হয়েছে তা বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতনের পরিপ্রেক্ষিতেই বলা হয়েছে। আমার উদ্দেশ্য হল এনিয়ে হিন্দুদের একজোট করা। এক মারাঠি চ্যানেলে রামগিরি মহারাজ বলেছে, হিন্দুদের সতর্ক থাকা উচিত। যা বলেছি তা থেকে পিছিয়ে আসতে রাজি নই। এর জন্য যা হয় হোক।

এনিয়ে সরব হয়েছে মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন। দলের নেতা ইমতিয়াজ জলিল বলেন রামগিরি মাহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে, দলের মুখপাত্র ওয়ারিশ পাঠান বলেন, আহমেনদনগরে বিজেপি বিধায়ক নীতেশ রানে প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন যে মসজিদে ঢুকে এক এক করে মুলসিমদের মারবে। প্রকাশ্য সভায় সে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। বিধানসভা ভোটের আগে বিজেপি মহারাষ্ট্রের সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে।


তথ্যসূত্র:
1. After Nitesh Rane’s threat to Muslims, BJP’s ‘such words have no space…’ response
– https://tinyurl.com/563r7s8s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি বন্যার্তদের জন্য ১১ লক্ষাধিক টাকা দিলেন রোহিঙ্গা শরণার্থীরা
পরবর্তী নিবন্ধবন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জন