হাবিপ্রবিতে ক্যাম্পাসে আসলেই ছাত্রলীগ নেতাদের জুতার মালা পরিয়ে দিচ্ছে শিক্ষার্থীরা

0
143

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ক্যাম্পাসে আসলেই ছাত্রলীগ নেতাদের জুতার মালা ঝুলিয়ে দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর আগ্রাসী হামলা চালানোর কারণে ছাত্রলীগের পদপ্রাপ্ত নেতা-কর্মীরা সেমিস্টার ফাইনাল পরীক্ষা বা চাকরিতে যোগদানের জন্য ক্যাম্পাসে আসলেই জুতার মালা জুটছে তাদের গলায়।

রবিবার (৮ সেপ্টেম্বর) সদ্য নিয়োগপ্রাপ্ত ‘আলোচিত’ ছয় ছাত্রলীগ নেতার একজন এবং ছাত্রলীগের শাখা কমিটির সহ-সভাপতি রাব্বি শেখ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এলে শিক্ষার্থীরা তাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং ক্যাম্পাস ছাড়া করে।

এর আগে ২৫ আগস্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিতে আসা ছাত্রলীগ কর্মী এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাকিব আহমেদকেও জুতার মালা পরিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করিয়ে ক্যাম্পাস ছাড়া করে সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, সাকিব ১৬ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর করা ছাত্রলীগের হামলায় অংশ নিয়েছিল। এছাড়াও সে ফেসবুকে লাগাতার আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ‘রাজাকার বাংলা ছাড়’ এ জাতীয় লেখা লিখেছিল।


তথ্যসূত্র:
১.হাবিপ্রবিতে ক্যাম্পাসে আসলেই ছাত্রলীগ নেতাদের জুতার মালা ঝুলিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা
-https://tinyurl.com/yyu7bmz6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় মার্কিন বিমানঘাঁটিতে মুজাহিদিনদের হামলায় অন্তত ১৬ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে আরও ৩৫ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে সন্ত্রাসী ইসরায়েল