আফগানিস্তানে মাদক উৎপাদন ও চোরাচালান নির্মূল করতে বিগত ৩বছরে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করে এসেছে ইমারতে ইসলামিয়া সরকার। সেই ধারাবাহিকতায় সম্প্রতি মাদক ও এলকোহল প্রতিরোধে সর্বোচ্চ কমিশন গঠন করেছে এই সরকার। বিগত ৭সেপ্টেম্বর এই কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এটির সভাপতিত্ব করেছেন তালেবান সরকারের রাজনৈতিক উপমন্ত্রী মৌলভী আব্দুল কবির হাফিযাহুল্লাহ। এই কমিশন গঠনের উদ্দেশ্য হল মাদক ও সংশ্লিষ্ট সমস্যা সমাধানে সরকারের প্রতিটি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানসমূহকে সমন্বিত করা।
এই কমিশনে সরকারের মন্ত্রীপরিষদ সদস্যগণ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ অন্তর্ভুক্ত রয়েছেন। সভায় মন্ত্রীগণ সমস্যাটি সমাধানে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। মাদক সমস্যা কেবল আফগানিস্তানের জাতীয় ইস্যু নয়, বরং বিশ্ব মানবতার জন্যেও হুমকিস্বরূপ। তাই এই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা রাখা সম্পর্কে সভায় গুরুত্ব সহকারে আলোচনা উপস্থাপিত হয়।
উল্লেখ্য যে, বিগত ৩বছরে ৭৮হাজার মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে তালেবান প্রশাসন। এই সকল অভিযান মাদকের সাথে জড়িত ২০হাজার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। ১লক্ষ ২২হাজার মাদকাসক্ত রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ৩৭ হাজার হেক্টর জমি থেকে আফিম চাষ নির্মূল করা হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক মাদক উৎপাদন কারখানা ধ্বংস করা হয়েছে।
তথ্যসূত্র:
1. High Commission to Combat Narcotics and Alcohols Inaugurated
– https://tinyurl.com/y9f4t27w