তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে আফিম চাষ নিষিদ্ধ করা হয়। ফলে ক্ষতিকর পপি চাষের পরিবর্তে কৃষকগণ বিভিন্ন উপকারী ফসল চাষের প্রতি আগ্রহী হচ্ছেন। চলতি বছর দেশটির হেলমন্দ ও কান্দাহার প্রদেশে তুলসী চাষে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট প্রদেশের কৃষি বিভাগের দেয়া তথ্যানুযায়ী, প্রদেশগুলোতে কৃষকদের মধ্যে তুলসী চাষের আগ্রহ ক্রমেই বাড়ছে।
চলতি বছরে (১৪০৩ হিজরি সৌরসাল) হেলমন্দ প্রদেশে ১হাজার ৪৩২হেক্টর জমিতে তুলসী চাষ করেছে কৃষকগণ। যা বিগত বছরের তুলনায় ২৩৩ হেক্টর বেশি। এছাড়া কান্দাহার প্রদেশে এই বছর ১হাজার হেক্টরের অধিক জমিতে তুলসী চাষ হয়েছে। ফলে চলতি বছর ৩হাজার টনের অধিক তুলসী উৎপাদন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাগণ।
উল্লেখ্য যে, তুলসী একটি ঔষধি গাছ। সাধারণভাবে সর্দি, কাশি রোগে তুলসী পাতার ব্যবহার সর্বজনবিদিত। এছাড়া আয়ুর্বেদ চিকিৎসায় গাছটির বহুল ব্যবহার রয়েছে, তাই ওষুধ কোম্পানির নিকট এর ব্যাপক চাহিদা রয়েছে। এই কারণেই বাণিজ্যিকভাবে তুলসী গাছ চাষ করে থাকে কৃষকগণ।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। এছাড়া কৃষকদের সুবিধার্থে সেচ অবকাঠামো সংস্কার ও নির্মাণ, বীজ ও সার সরবরাহ, সুদমুক্ত ঋণ প্রদানের মত গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করছে তালেবান প্রশাসন। ফলে আফগান কৃষি খাত ক্রমেই উন্নতির দিকে অগ্রসর হচ্ছে আলহামদুলিল্লাহ।
তথ্যসূত্র:
1. Basil cultivation increases in Helmand and Kandahar after poppy ban
– https://tinyurl.com/bdfmp23a
2. Basil cultivation sees a surge in Helmand with bumper crop
– https://tinyurl.com/27xkutm2