গাজায় স্কুলে ইসরাইলি বোমা হামলায় জাতিসংঘের ৬ সদস্যসহ নিহত ১৮

0
98

ইসরায়েলের আগ্রাসী বাহিনী মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত আল-জাউনি স্কুলে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন জাতিসংঘের কর্মী। ১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্কুলটিতে হামলায় নিহতদের মধ্যে আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপকসহ ছয়জন ইউএনআরডব্লিউএর কর্মী। সংস্থাটি বলেছে, ১১ মাসের যুদ্ধে একক ঘটনায় এটিই তার কর্মীদের জন্য সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলায় নারী ও শিশুদের দেহ টুকরো টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় মানুষ সেসব কুড়িয়ে এক স্থানে জড়ো করেন।

স্কুলটি জাতিসংঘ পরিচালনা করছিল। হামলায় সেখানকার ম্যানেজারও নিহত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংস্থাটি বলেছে, গাজায় কেউ নিরাপদ না। কেউ রেহাই পাচ্ছে না।

সংস্থাটি জানিয়েছে, আল-জাওনিতে ১২ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নেয়। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সেখানেই বর্বর ইসরায়েলি বাহিনী দুইটি বিমান হামলা চালায়। স্কুলে ইসরায়েলের হামলার পরের ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা ইউএনআরডব্লিউএর লোগো পড়ে আছে। উদ্ধারকারীরা টুকরো মরদেহ খাবারের ব্যাগে করে সরিয়ে নিচ্ছে।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলে হামলায় বাস্তুচ্যুত হয়েছেন গাজার ৮৫ শতাংশ বাসিন্দা। খাদ্য, বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা। এ ছাড়া ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে দেশটি।


তথ্যসূত্র:
1.Israeli Strike in Gaza Kills 18, Officials Say, Including 6 U.N. Workers
– https://tinyurl.com/4wmhrwhv
2.UN says Israeli strike killed six of its Gaza staff
– https://www.bbc.com/news/articles/clyn400rm68o

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুল প্রদেশে তারাখিল সাবস্টেশন নির্মাণ প্রকল্প উদ্বোধন করল ইমারতে ইসলামিয়া সরকার
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুর দু-প্রান্তে হাসিনা-মুজিবের ম্যুরাল নির্মাণে ব্যয় ১১৭ কোটি