ভারতে বেআইনিভাবে বন্দী শিবিরে আটকে রাখায় অনশনে শতাধিক রোহিঙ্গা

0
89

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে অনশন করছেন শতাধিক রোহিঙ্গা। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। একটি বন্দী শিবিরে আটকে রাখার প্রতিবাদে গত সোমবার থেকে চলছে তাদের এ অনশন। আন্তজার্তিক গণমাধ্যমসূত্রে এই তথ্য জানা গেছে।

ওই বন্দী শিবিরের নাম মাটিয়া ট্রানজিট ক্যাম্প। সেখানে অনশনরতদের সঙ্গে যোগাযোগ থাকা এক রোহিঙ্গা গণমাধ্যমকে জানিয়েছে, আন্দোলনকারীদের মধ্যে প্রায় ১০৩ জন রোহিঙ্গা। এছাড়া ৩০ জন মিয়ানমারের চিন সম্প্রদায়ের শরণার্থী রয়েছে। তাদের অনেকের জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) দেওয়া শরণার্থী কার্ড রয়েছে।

ভারতে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের আটক রাখার জন্য সবচেয়ে বড় বন্দী শিবির মাটিয়া ট্রানজিট ক্যাম্প। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের বন্দী করে রাখা ভারত সরকারের অমানবিক আচরণের পরিচায়ক।

একজন রোহিঙ্গা শরণার্থী জানিয়েছেন, অনশনরত অনেকের বন্দিত্বের মেয়াদ শেষ হয়েছে। এরপরও তাদের আটকে রাখা হয়েছে। এমনকি ৩৬ জন রোহিঙ্গার ইউএনএইচসিআরের শরণার্থী কার্ড রয়েছে।

ওই বন্দী শিবিরের পরিবেশ ভালো নয় এবং সেখানে বন্দীদের সঙ্গে আত্মীয়-স্বজনের দেখা করতে দেওয়া হয় না বলে জানিয়েছেন ওই রোহিঙ্গা। তিনি বলেন, আন্দোলনকারীদের দাবি, তাদের যেন ইউএনএইচসিআরের হাতে তুলে দেওয়া হয় এবং তৃতীয় কোনো দেশে পাঠানো হয়। এ নিয়ে তারা আসাম সরকারের কাছেও চিঠি লিখেছেন।


তথ্যসূত্রঃ
১.ভারতে বন্দী শিবিরে অনশনে শতাধিক রোহিঙ্গা
– https://tinyurl.com/k38m7nnv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমসজিদ ভাঙার দাবিতে উগ্র হিন্দুদের মিছিল, শিমলা রণক্ষেত্র
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে সন্ত্রাসী ইসরায়েলি হামলার শিকার সাংবাদিকরা