১৫ আগস্ট, রবিবার কর্ণাটকের চিক্কামাগালুরু এলাকায় তিন যুবক একটি স্কুটারে করে ফিলিস্তিনের পতাকা তুলে ধরে ‘ফ্রি প্যালেস্টাইন ’ স্লোগান দিয়েছিলেন। তাদের সাথে অপর একটি বাইকে করে আরো তিন যুবক ছিল। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাবার পর বজরং দলের সদস্যরা এবং ক্ষমতাসীন বিজেপির সমর্থকরা পুলিশ স্টেশনে একত্রিত হয়ে ওই যুবকদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।
পরে ওই ছয় যুবককে আটক করে হিন্দুত্ববাদী পুলিশ। নিরাপত্তার জন্য হুমকির অভিযোগ তুলে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে!
তথ্যসূত্র:
1.Karnataka Police detains four minors for raising Palestinian flag while riding bike
-https://tinyurl.com/4h5897jm
2.Video of motorcyclists in Chikkamagaluru holding Palestinian flag goes viral
-https://tinyurl.com/3u3da79t
3.Six minors among motorists held for riding with Palestinian flag in Chikkamagaluru
-https://tinyurl.com/2dd6zbpe