ছাত্রীর নিকাব টেনে খুলে নেওয়াসহ যৌন হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

0
184

শিক্ষার্থীদের যৌন হেনস্তা ও তাদের নিকাব টেনে খুলে নেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজের অধ্যাপক রিয়াজ আহমেদের বিরুদ্ধে। এইচএসসি দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের একাধিক ছাত্রীর সঙ্গে এ ঘটনা ঘটায় সে।

এ নিয়ে গত ৮ সেপ্টেম্বর রিয়াজ আহমেদের বিরুদ্ধে অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

অভিযোগে বলা হয়, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রিয়াজ আহমেদ শিক্ষার্থীদের বিভিন্নভাবে যৌন হেনস্তা করতো। ছাত্রীদের গাঁ ঘেঁষে বসা, কুরুচিপূর্ণ মন্তব্য করা এবং নিকাব ধরে টান দেওয়া ছিল তার নিয়মিত কাজ। এ ছাড়া নারীদের পর্দা নিয়ে কটুক্তি, ছাত্রীদের ক্লাসে মাস্ক ছিঁড়ে ফেলার ঘটনাসহ সে বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিত।

গত কয়েক দিন ধরে এ নিয়ে কলেজে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। গত ৮ সেপ্টেম্বর এর প্রতিবাদে পটিয়া সরকারি কলেজের গেটে মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ পটিয়াবাসীরা দাবি তোলে, অতি দ্রুত তাকে সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বরখাস্ত করতে হবে। এমন ন্যক্কারজনক কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয় তারা।

ভুক্তভোগী এক শিক্ষার্থী জানান, কলেজে আসতে আমার লেট হওয়ায় সে আমাকে বলে ‘এতক্ষণ পরে কোন ছেলের সাথে আসছ?’ এটা বলে সে নিজ হাতে আমার নিকাব টান দিয়ে খুলে ফেলে। তার এই কর্মকাণ্ডের কারণে আমি দীর্ঘদিন ট্রমাটাইজড ছিলাম।

এই ঘটনার পর থেকে মানসিকভবে অসুস্থ হয়ে পড়েছে ওই শিক্ষার্থী। এমনকি কলেজে যাওয়াই বন্ধ করেছে বলে গণমাধ্যমকে জানান তিনি।


তথ্যসূত্রঃ
১.ছাত্রীর নিকাব টেনে খুলে নেওয়াসহ যৌন হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
-https://tinyurl.com/57na5nkj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় মোট নিহতের ১১ হাজারই শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই, নিহত আরও ২৬ ফিলিস্তিনি