উজবেকিস্তানে এই প্রথমবার আলু রপ্তানি করল তালিবান সরকার

0
166

ক্ষমতা গ্রহণের পর থেকে একাধিক দেশীয় পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির সূচনা করে চলেছে ইমারতে ইসলামিয়া সরকার। সেই ধারাবাহিকতায় সম্প্রতি বালখ প্রদেশ থেকে প্রথমবারের মতো উজবেকিস্তানে আলু রপ্তানি করেছে আফগান ব্যবসায়ীগণ। প্রদেশটির শিল্প ও বাণিজ্য বিভাগের দেয়া তথ্যানুযায়ী, এই চালানে ২৫০টন আলু রপ্তানি করা হয়েছে। আফগান বাণিজ্য খাতে এটি উল্লেখযোগ্য মাইলফলক বলে বিবেচনা করছেন সরকারের সংশ্লিষ্ট বিভাগ।

রপ্তানিকৃত আলু বালখ প্রদেশ থেকে সীমান্ত পথে উজবেক-আফগান যৌথ বাজারে প্রেরণ করেছে প্রদেশটির শিল্প ও বাণিজ্য বিভাগ। উক্ত বিভাগের প্রাদেশিক প্রধান কারী আমীর মুহাম্মদ মুত্তাকি হাফিযাহুল্লাহ বলেন, এই রপ্তানির ফলে দেশীয় ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পেয়েছে, একই সাথে আফগান-উজবেক বাণিজ্যিক সম্পর্কে ইতিবাচক প্রভাব তৈরি হয়েছে।

আলু ছাড়াও একাধিক পণ্য উজবেকিস্তানে রপ্তানি করে থাকে তালেবান প্রশাসন। এর মধ্যে উল্লেখযোগ্য হল তাজা ও শুকনো ফল, জাফরান, সুগন্ধি মশলা ও প্রেশার কুকার।


তথ্যসূত্র:
1. Afghanistan Marks First Export of 250 Tons of Potatoes to Uzbekistan
– https://tinyurl.com/299yphpd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমধ্যপ্রদেশে পুত্রের চোখের সামনে সাংবাদিক পিতাকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধদক্ষিণ গাজার রাফায় মুজাহিদিনদের সাথে ভয়াবহ সংঘর্ষে ৪ দখলদার সেনা খতম