প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ২৭ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। নাবলুস, কালকিলিয়া, রামাল্লা, বেথলেহেম, হেব্রন এবং অধিকৃত অঞ্চলের অন্যান্য শহরগুলিকে লক্ষ্য করে চালানো অভিযানে আটকদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে,ইসরায়েলি সেনা বাহিনী কালকিলিয়া এবং নিকটবর্তী শহর জাইয়ুসের বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি ও ভাংচুর করেছে এবং ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছেন জেনিনে, একজন সাংবাদিকসহ সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনীর হাতে দুজন গ্রেপ্তার হয়েছে । বিক্ষুব্ধ বাসিন্দাদের এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষের সময় নাবলুসে আরও চারজনকে আটক করা হয়েছে ।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় চলমান উত্তেজনার মধ্যে গত অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ১০,৭০০ এরও বেশি ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। তবে এই সংখ্যায় গাজা উপত্যকা থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়নি, যাদের সংখ্যা আনুমানিক হাজার হাজার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ৭০৭ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৫,৭০০ জন আহত হয়েছে ।
তথ্যসূত্র:
1. Israel arrests 27 more Palestinians in West Bank raids
– https://tinyurl.com/ythbk7au