তিন মুসলিম যুবককে মারধর করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করলো উগ্রবাদী হিন্দুরা

0
184

মহারাষ্ট্রের বিহান্দি শহরে তিন মুসলিম যুবককে মারধর করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করেছে উগ্রবাদী হিন্দুরা।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার গোলাম দস্তগীর, মোহাম্মাদ আইয়্যুব ও আকিফ নামক তিন মুসলিম যুবক মোটরসাইকেলে করে পেট্রোল পাম্প থেকে ফেরার পথে তাদেরকে রাস্তার মাঝে আটকে মারধর করে উগ্রবাদী হিন্দদের একটি দল।

ঘটনার শিকার একজন স্থানীয় গণমাধ্যমকে জানায়, পেট্রোল পাম্প থেকে ফেরার পথে আমরা দেখতে পাই কতিপয় উগ্রবাদী হিন্দু একজনকে মারধর করছে। মারধর অবস্থা দেখে আমরা আমাদের মতো চলে যাওয়ার চেষ্টা করি। যখন আমরা ঘটনাস্থল অতিক্রম করার চেষ্টা করি তখন তারা আমাদের পথ আটকে দেয় এবং কোনো কারণ ছাড়াই আমাদের উপর হামলা চালায়।

ঘটনার শিকার আইয়্যুব নামক মুসলিম যুবক জানায়, ‘আমাদের উপর হামলা করার পূর্বেই প্রথমে যাকে হামলা করা হয়েছিল সে পালিয়ে যায়। তারপর তারা আমাদের নির্দয় ভাবে পিটায় এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করে।’

হামলায় দুইজন গুরুতর আহত হয়। একপর্যায়ে পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

আহত গোলাম দস্তগীরের ভাই স্থানীয় গণমাধ্যমকে জানায়, ‘তাদের তিনজনকে কেবল মাত্র তাদের ধর্মীয় পরিচয়ের কারণে মারধর করা হয়েছে।’

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


তথ্যসূত্রঃ
1.Maharashtra: Three Muslim Youths Thrashed by Mob, Forced to Chant ‘Jai Shri Ram’
-https://tinyurl.com/ycksrhkk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ার ইদলিবে আসাদ রেজিমের গণহত্যা অব্যাহত
পরবর্তী নিবন্ধলেবাননে সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলায় নিহত ১৪