ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইতে ব্রিহনমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) একটি মসজিদের কিছু অংশকে অবৈধ ঘোষণা করে সেটি ভাঙার পরিকল্পনা করেছে। গত ২১ সেপ্টেম্বর বিএমসির কর্মকর্তারা মসজিদটি ভাঙার উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় মুসলিম বাসিন্দারা প্রতিবাদ জানান এবং কর্মকর্তাদের গলিতে প্রবেশে বাধা দেন। এসময় উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়।
প্রতিবাদের পর, মুসলিম বাসিন্দারা স্থানীয় ধারোবি থানার সামনে ও রাস্তায় জড়ো হয়ে মসজিদ ভাঙার বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন। ফলস্বরূপ, বিএমসি কর্তৃপক্ষ মসজিদ ভাঙার অভিযান স্থগিত করে। থানার পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, ওইদিন মসজিদ ভাঙার কাজ হবে না, এবং বিএমসি পরবর্তী পদক্ষেপের জন্য অতিরিক্ত আট দিন সময় দিচ্ছে।
জানা গেছে, মসজিদ কর্তৃপক্ষ এখন আদালতে পিটিশন দাখিল করার প্রস্তুতি নিচ্ছে, যাতে কথিত অবৈধ অংশটি ভাঙা ঠেকানো যায়। এদিকে, এলাকাটিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে প্রশাসন, ফলে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।
তথ্যসূত্র:
1. Maharashtra: Tension in Mumbai as locals thwart BMC’s move to raze portion of mosque
– https://tinyurl.com/4nzu8f6x