গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৪১,৪৩১ আহত ৯৫,৮১৮

0
43

ইসরায়েলি দখলদার বাহিনী ২২ সেপ্টেম্বর, রবিবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে চারটি গণহত্যা চালিয়েছে, যার ফলে কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরো ৫৮ জন আহত হয়েছে । গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এ নিয়ে নিহতের সংখ্যা প্রায় ৪১ হাজার ৪৩১ জনে পৌঁছাল। এছাড়া আহত হয়েছেন প্রায় ৯৬ হাজার ।

গাজা শহরের পশ্চিমে একটি স্কুলে বাস্তুচ্যুত পরিবারকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় আজ রবিবার কমপক্ষে ছয় ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

স্থানীয় সূত্র জানায় যে ইসরায়েলি যুদ্ধবিমান আল-শাতি শরণার্থী শিবিরের কাফর কাসেম স্কুলে আঘাত হানে, যার ফলে ছয়জন নিহত এবং অনেকে আহত হয়। আহতদের চিকিৎসার জন্য আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

খান ইউনিসের পূর্বে খুজায়া শহরে ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।

এছাড়াও, ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের জরুরী দলগুলি রাফাহ এর পূর্ব আল-আত্তাতিরাহ এলাকা থেকে চারজন নিহতের মৃতদেহ উদ্ধার করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের পশ্চিমে বেসামরিক লোকদের উপর গুলি চালিয়েছে, যার ফলে আরো একজন ফিলিস্তিনি নিহত হয়েছে ।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বেড়ে ৪১,৪৩১ জন নিহত হয়েছে, এবং আরো ৯৫,৮১৮ জন আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।


তথ্যসূত্র:
1. Death toll in Gaza surges to 41,431, over 95,818 wounded
– https://tinyurl.com/y7552h8d
2.Six Palestinians killed in Israeli airstrike on school in Gaza
– https://tinyurl.com/37423ap7
3. Seven Palestinians killed in ongoing Israeli bombardment of Gaza
– https://tinyurl.com/yc7s9na3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুম্বাইতে মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা, মুসলিমদের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধগম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার কাছাকাছি আফগানিস্তান