২৩ সেপ্টেম্বর, সোমবার মধ্য গাজা উপত্যকায় বাস্তুচ্যুত বেসামরিকদের আশ্রয় নেয়া একটি স্কুল এবং একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় দুই নারী ও পাঁচ শিশুসহ মোট আট ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দেইর আল-বালাহ শহরে আল-সামাক পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় একজন মা ও তার চার সন্তান নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত হয়েছেন।
অপর একটি পৃথক বিবৃতিতে, বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে যে নুসেইরাত শরণার্থী শিবিরের খালেদ বিন আল-ওয়ালিদ স্কুলে ইসরায়েলি বিমান হামলায় একজন ব্যক্তি, তার স্ত্রী এবং মেয়ে সহ মোট তিন জন নিহত হয়েছেন।
গাজার সরকারি মিডিয়া অফিস এর রিপোর্ট অনুসারে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে মোট ১৮৩ টি বাস্তুচ্যুত কেন্দ্র এবং আশ্রয়কেন্দ্রে বোমাবর্ষণ করেছে ।
গাজার মিডিয়া অফিসের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২ মিলিয়নে পৌঁছেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বিভিন্ন এলাকার বিমান হামলা এবং স্থল আক্রমণের কারনে ফিলিস্তিনিরা বারবার বাস্তুচ্যুতির সম্মুখীন হয়েছ।
দখলদার বাহিনী ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় স্থল, সমুদ্র এবং আকাশপথে নৃশংস আগ্রাসন অব্যাহত রেখেছে, যার ফলে ৪১,৪৩১ ফিলিস্তিনি নিহত এবং ৯৫,৮১৮ জন আহত হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও মহিলা এছাড়া হাজার হাজার নিখোঁজ মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে।
তথ্যসূত্র:
1. Israeli airstrikes kill 8 Palestinians, including women, children, in Gaza
– https://tinyurl.com/5n8xawfc
2.Mother and four children killed by Israeli bombing in central Gaza
– https://english.wafa.ps/Pages/Details/149487