সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলায় নারী, শিশুসহ ৮ ফিলিস্তিনি নিহত

0
57

২৩ সেপ্টেম্বর, সোমবার মধ্য গাজা উপত্যকায় বাস্তুচ্যুত বেসামরিকদের আশ্রয় নেয়া একটি স্কুল এবং একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় দুই নারী ও পাঁচ শিশুসহ মোট আট ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দেইর আল-বালাহ শহরে আল-সামাক পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় একজন মা ও তার চার সন্তান নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত হয়েছেন।

অপর একটি পৃথক বিবৃতিতে, বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে যে নুসেইরাত শরণার্থী শিবিরের খালেদ বিন আল-ওয়ালিদ স্কুলে ইসরায়েলি বিমান হামলায় একজন ব্যক্তি, তার স্ত্রী এবং মেয়ে সহ মোট তিন জন নিহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিস এর রিপোর্ট অনুসারে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে মোট ১৮৩ টি বাস্তুচ্যুত কেন্দ্র এবং আশ্রয়কেন্দ্রে বোমাবর্ষণ করেছে ।

গাজার মিডিয়া অফিসের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২ মিলিয়নে পৌঁছেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বিভিন্ন এলাকার বিমান হামলা এবং স্থল আক্রমণের কারনে ফিলিস্তিনিরা বারবার বাস্তুচ্যুতির সম্মুখীন হয়েছ।

দখলদার বাহিনী ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় স্থল, সমুদ্র এবং আকাশপথে নৃশংস আগ্রাসন অব্যাহত রেখেছে, যার ফলে ৪১,৪৩১ ফিলিস্তিনি নিহত এবং ৯৫,৮১৮ জন আহত হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও মহিলা এছাড়া হাজার হাজার নিখোঁজ মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে।


তথ্যসূত্র:
1. Israeli airstrikes kill 8 Palestinians, including women, children, in Gaza
– https://tinyurl.com/5n8xawfc
2.Mother and four children killed by Israeli bombing in central Gaza
– https://english.wafa.ps/Pages/Details/149487

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচলতি বছরের প্রথম পাঁচ মাসে হেরাত প্রদেশ থেকে রপ্তানি বাড়ল ৯৮ শতাংশ
পরবর্তী নিবন্ধলেবাননে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় ২১ শিশুসহ নিহত বেড়ে ২৭৪