আফগানিস্তানে বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি

0
111

আফগানিস্তানের বিদ্যুৎ কোম্পানি গত এক বছরে ১,২০৬,৬৭১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলো থেকে ৫,৬৭২,৭৯৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে, যার মাধ্যমে দেশটির বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখা হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর আফগানিস্তানের বিদ্যুৎ কোম্পানি একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পগুলো সক্রিয় রয়েছে। পাশাপাশি বেশ কিছু নতুন বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শবরগান-দশত আলওয়ান-আরঘন্দি ৫০০ কিলো ভোল্ট এবং গজনী-কান্দাহার ২২০ কিলো ভোল্ট বিদ্যুৎ লাইনের নির্মাণ কাজ, যা শিগগিরই উদ্বোধন করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশটির বিদ্যুৎ সংযোগের সক্ষমতা বাড়াতে বিভিন্ন নতুন প্রকল্প পরিকল্পনা করা হয়েছে। আশা করা হচ্ছে, এই উন্নয়নের মাধ্যমে আফগানিস্তানে বিদ্যুৎ সরবরাহের সুরক্ষা এবং স্থিতিশীলতা আরও বৃদ্ধি পাবে, যা দেশটির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


তথ্যসূত্র;
1. لاسته راوړنې او پلانونه؛ برښنا شرکت وايي ډېر ژر به د کابل برښنا ۲۴ ساعته شي
– https://tinyurl.com/nhr9f9f2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবর্বরতার নতুন মাত্রা; গাজায় কন্টেইনারভর্তি ৮৮ লাশ পাঠালো ইসরায়েল
পরবর্তী নিবন্ধলেবাননজুড়ে সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলা, নিহত আরও ৭২