লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে সন্ত্রাসী ইসরাইল। সর্বশেষ হামলায় আরও ৭২ জন লেবানিজ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯২ জন । লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় ৭২ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বোমা হামলায় মৃতের সংখ্যা ৬২০ ছাড়িয়ে গেছে।
টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ সেপ্টেম্বর, বুধবার লেবাননে ইসরাইলি হামলায় আরও ৭২ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে ৩৮ জন, পূর্ব বেকা অঞ্চলে ১২ জন এবং রাজধানী বৈরুতের উত্তর ও দক্ষিণের তিনটি শহরে আরও ২২ জন নিহত হয়েছেন।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমা হামলার কারণে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত হয়েছে।
তথ্যসূত্র:
1.Lebanese health ministry reports 72 killed, 392 wounded in Israeli strikes on Wednesday
– https://tinyurl.com/bdhcyy58