গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় চলমান ইসরায়েলি বিমান হামলায় ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভোরে শিশু ও নারীসহ অন্তত আটজন বেসামরিক লোক নিহত এবং আরো অনেকে আহত হয়েছে।
গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে যে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরের পূর্বে আল-মাতারি পরিবারের মালিকানাধীন একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বোমা হামলায় দুই শিশুসহ পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
চিকিৎসা সূত্র আরো জানায় খান ইউনিসের পশ্চিমে আল-আমাল পাড়ায় ফারেস পরিবারের একটি বাড়িতে দখলদারদের বিমান হামলায় একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
এছাড়াও, গাজার উত্তরে জাবালিয়া ক্যাম্পের পাশে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় দুই নারী সহ মোট তিন জন নিহত হয়েছেন।
দখলদার বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নৃশংস আগ্রাসন অব্যাহত রেখেছে। চলমান এই আগ্রাসনের ফলেে এখন পর্যন্ত মোট ৪১,৪৯৫ জন বেসামরিক লোক নিহত এবং অন্তত ৯৬,০০৬ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই শিশু ও মহিলা।
তথ্যসূত্র:
1. Several civilians killed and others injured in Israeli airstrikes on different areas in Gaza
– https://english.wafa.ps/Pages/Details/149657