পূর্ণশক্তিতে লেবাননজুড়ে চলছে ইসরায়েলের তাণ্ডব। ক্রমাগত হামলায় ইতোমধ্যে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে । আহত হয়েছে বহু মানুষ।
২৭ সেপ্টেম্বর, শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সংবাদমাধ্যমটি বলছে, সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শুক্রবার আরও ৯২ জন নিহত হয়েছেন বলে লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
লেবাননজুড়ে ইসরায়েলের ব্যাপক বোমা হামলার কারণে প্রায় পাঁচ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী।
গত সোমবার থেকে গোটা লেবাননজুড়ে নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সবচেয়ে বেশি হামলা হয় লেবাননের দক্ষিণাঞ্চলে।
লেবাননের গণমাধ্যম বলছে, স্থানীয় সময় গত সোমবার সকাল সাড়ে ছয়টায় সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলা শুরু হয়। লেবাননের দক্ষিণাঞ্চলের সিডন, মারজেয়ুন, নাবাটিয়ে, বিনত জেবেইল, জেজ্জিন ও জাহরানি এবং পূর্বাঞ্চলীয় বেক্কা উপত্যকার জাহলে, বালবেক ও হারমাল জেলার কয়েক ডজন শহর, গ্রাম ও খোলা জায়গাকে লক্ষ্য করে দিনভর হামলা চালায় ইসরায়েল।
দখলদার দেশটির হামলায় এখন পর্যন্ত সাত শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। এর মধ্যে গত সোমবার একদিনেই নিহত হয়েছেন ৪৯২ জন।
সন্ত্রাসী ইসরায়েলের এই হামলার জের ধরে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তথ্যসূত্র:
1. ‘Continuing to strike’: Lebanon death toll reaches 700 as Israel shuts down ceasefire talks
– https://tinyurl.com/363hwyhu
2. Israel death toll from Hamas attack exceeds 700
– https://tinyurl.com/9vertppw