ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে বর্বর ইসরায়েলি হামলায় আরও ৫২ জন নিহত ও ১১৮ জন আহত হয়েছেন। ২৮ সেপ্টেম্বর, শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ওয়াফা।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪১ হাজার ৬০০ জনে পৌঁছেছে। এছাড়া ৯৬ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৫২ জন নিহত এবং আরও ১১৮ জন আহত হয়েছেন।
এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৫৮৬ জনে পৌঁছেছে। এছাড়াও এই হামলায় আরও অন্তত ৯৬ হাজার ২১০ জন ব্যক্তি আহত হয়েছেন।
মন্ত্রণালয় মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
তথ্যসূত্র:
1.Day 358 of Gaza genocide: 41,586 martyrs and 96,210 wounded
– https://tinyurl.com/yzpt4xjf
2.Death toll across Gaza Strip surges to 41,586, over 96,210 injured
– https://english.wafa.ps/Pages/Details/149705