দামেস্কে বর্বর ইসরায়েলি বিমান হামলা: নিহত ৩

0
93

সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। এতে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও নয়জন।
১ অক্টোবর, মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার বরাত দিয়ে জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কে শত্রু ইসরায়েলি আগ্রাসনে টিভি উপস্থাপক সাফা আহমেদসহ তিনজন নিহত হয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ‘দখলকৃত গোলান মালভূমি থেকে’ স্থানীয় সময় রাত ২টার দিকে ড্রোন ও বিমান দিয়ে দামেস্কে হামলা চালায়। এতে তিনজন বেসামরিক নাগরিক ও ৯ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।

সামাজিকমাধ্যমের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, পশ্চিম সিরিয়ার টেলিকম ভবনের পাশে একটি বিস্ফোরণ ঘটেছে। এর পর একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।


তথ্যসূত্র:
1. Israeli strikes kill three civilians in Syria’s Damascus, state TV says
– https://aje.io/cwoxdo
2. Three civilians killed in Israeli airstrike on Damascus: State media
– https://tinyurl.com/3w86wzuw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধক্যাম্পাসে রামদা হাতে মহড়া দেওয়া ছাত্রলীগ নেতা এখন সরকারের বৈজ্ঞানিক কর্মকর্তা
পরবর্তী নিবন্ধছাত্র-জনতার উপর গুলি চালানো ময়মনসিংহের সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার