লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ অক্টোবর, বুধবার রাতভর লেবাননে ইসরায়েলি অভিযানের ফলে ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে যে, দক্ষিণ লেবাননের শহর ও গ্রামে, বেকা উপত্যকা এবং মাউন্ট লেবাননে ইসরায়েলি হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবারের এক প্রতিবেদনে আহত-নিহতের এ সংখ্যা জানিয়েছে বিবিসি ।
দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহতেও তিনটি ক্ষেপণাস্ত্র হামলার তথ্য পাওয়া গেছে। জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছেন লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা।
এদিকে, লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে রক্তপিপাশু ইসরায়েল। ৩ অক্টোবর, বৃহস্পতিবারের এ হামলায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। দেশটির সংসদের কাছে বাচৌরার কেন্দ্রীয় জেলায় একটি ভবনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এই হামলাটিকে লেবাননের রাজধানীর কেন্দ্রস্থলে প্রথম ইসরায়েলি বিমান হামলা বলা হচ্ছে।
লেবাননের পার্লামেন্টের কাছে বাচৌরা এলাকায় একটি ভবনে ইসরায়েলের বিমান হামলাটি করা হয়। এই হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও সাতজন।
আল জাজিরা বলছে, যে ভবনে হামলা হয়েছে, সেখানে একটি ‘স্বাস্থ্য ইউনিট’ ছিল। হামলার পর বহুতল ভবনটিতে আগুন ধরে যায়।
প্রায় এক বছরে ইসরায়েলি আগ্রাসনে লেবাননে ১৯০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৯ হাজার মানুষ আহত হয়েছে, যার বেশিরভাগ মৃত্যু গত দুই সপ্তাহের হামলায় ঘটেছে।
তথ্যসূত্র:
1. Six killed in Israeli air strike on central Beirut
– https://www.bbc.com/news/articles/c8rd0gnv68jo
2.Lebanon’s Health Ministry raises death toll to 6 from airstrike near central Beirut
– https://tinyurl.com/bndt9x88