ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহর এলাকায় দলিত সম্প্রদায়ের ১২ বছর বয়সী এক মেয়েকে গণধর্ষণ করেছে উচ্চ বর্ণের দুই হিন্দু। তারা মেয়েটিকে ১০০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে।
গত ৫ অক্টোবর ঘটনাটি প্রকাশ্যে আসে, মেয়েটির মা তার স্কুল ব্যাগে কিছু টাকা দেখতে পান। জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায় যে দুই উচ্চবর্ণের হিন্দু প্রায় দুই সপ্তাহ আগে তাদের বাড়িতে যৌন নির্যাতন করে এবং পরবর্তীতে তারা তাকে আরও ধর্ষণের জন্য টাকা দিতে শুরু করে এবং চুপ থাকার হুমকি দেয়।
জানা যায়, মেয়েটির বাবা কয়েক বছর আগে মারা গেছেন। বর্তমানে তার মা দিনমজুরের কাজ করেন। মেয়েটির মা ধর্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বর্তমানে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
তথ্যসূত্র:
1. Dalit schoolgirl, 14, handed Rs 100, gang-raped by 2 for weeks in UP
– https://tinyurl.com/msfy6jmv