গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। নিহত মানুষের মধ্যে অধিকাংশই নারী, শিশু ও প্রবীণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি হামলার সময় তাদের মনে হয়েছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
মেডিক্যাল চ্যারিটি ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সপ্তাহব্যাপী হামলার কারণে হাজার হাজার মানুষ জাবালিয়া শরণার্থী শিবিরে আটকা পড়েছে। সেখানে অব্যাহত বিমান হামলার কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।
এর আগে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা বোমা জাবালিয়ার বহুতল ভবনে পড়েছে। এতে চারটি বাড়ি ধ্বংস হয়েছে।
ওয়াফা নিউজের তথ্য অনুযায়ী, হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অন্তত ১৪ জন।
এদিকে গাজা নগরীর তুফা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত তিনজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি।
এক বছরেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৪২ হাজার ১২৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৮ হাজার ১১৭ জন।
তথ্যসূত্র:
1.Israeli strike on northern Gaza’s Jabalia refugee camp kills 22
– https://tinyurl.com/sb7wjkcz