ভারতে পালানোর সময় গ্রেফতার আওয়ামী লীগ নেতা

0
37

যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও শেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল।

১৬ অক্টোবর, বুধবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে কর্তব্যরত পুলিশ। তবে ওইসময় কৌশলে ভারতে ঢুকে পড়ে তার আরেক সঙ্গী রয়েল কোচ পরিবহনের মালিক সঞ্জয় কুমার কুণ্ডু। পরে চন্দন কুমার পালকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ফারুক মজুমদার জানায়, বুধবার বিকেল ৩টার দিকে পাসপোর্ট -ভিসা নিয়ে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় নিরাপত্তা কর্মী পুলিশ ও বিজিবির সন্দেহ হলে চন্দন কুমার পালকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়।


তথ্যসূত্রঃ
১.ভারতে পালানোর সময় শেরপুর জেলা আ.লীগ নেতা গ্রেপ্তার
-https://tinyurl.com/yzce7uuh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার আওয়ামী লীগ নেতা
পরবর্তী নিবন্ধভিডিও || কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন তুলে নিল ভারত;গত ৫ বছরে হত্যা করেছে ৯৩৩ কাশ্মীরিকে