৪৪টি বিভিন্ন প্রকার সামরিক যান মেরামত করেছে তালেবান সেনাবাহিনীর কারিগরি বিভাগ

0
49

মার্কিন বাহিনীর ফেলে যাওয়া অকেজো সামরিক যান একের পর এক চালুযোগ্য করে তুলছে ইমারতে ইসলামিয়া। সম্প্রতি আরও ৪৪টি বিভিন্ন প্রকার সামরিক যান সফলভাবে মেরামত করেছেন তালেবান সেনাবাহিনীর কারিগরি সদস্যগণ। এই সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি আরও ৩৪টি যান সংস্কার ও চালু করেছে ৩১৩তম সেন্ট্রাল কর্পস সামরিক শাখার অন্তর্গত বামিয়ান ৪র্থ ব্রিগেডের কারিগরি বিভাগ। এই যানগুলোর মধ্যে রয়েছে ১২টি রেঞ্জার পিকআপ, ৮টি সামরিক ট্রাক, ৮টি হামভি ট্যাংক, ২টি রেঞ্জার অ্যাম্বুলেন্স, ২টি রেঞ্জার ওয়ার্কশপ, ১টি ক্রেন ও ১টি ফর্কলিফট।

একইভাবে ১০টি সামরিক রেঞ্জার যান সচল করেছে সেনাবাহিনীর অপর একটি কারিগরি টিম। তারা হলেন দারুল আমান ১ম ব্রিগেড শাখার অন্তর্গত কারিগরি সদস্য।

সামরিকভাবে পরিপূর্ণ প্রস্তুতির লক্ষ্যে এই সকল মেরামত কার্যক্রম সম্পাদিত করে চলেছে ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনী। এই কাজে অত্যন্ত পরিশ্রম ও মেধার পরিচয় দিয়ে যাচ্ছেন কারিগরি সদস্যগণ।


তথ্যসূত্র:
1. Dozens of military vehicles repaired in central corps
– https://tinyurl.com/2ajxwr49

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআশ-শাবাবের পৃথক অভিযানে ৪ পশ্চিমা কর্মকর্তা সহ ২৭ ক্রুসেডার সেনা হতাহত
পরবর্তী নিবন্ধমোগাদিশুতে পুলিশ সদর দফতরের প্রধান কার্যালয়ে শাবাবের শহিদী হামলা