সোমালিয়ার রাজধানী মোগাদিশু এবং মাদক অঞ্চলে অশ-শাবাবের ২টি পৃথক অপারেশনে ৬ বুরুন্ডিয়ান সেনা সহ অন্তত ১৮ মিলিশিয়া হতাহত হয়েছে।
শাহাদাহ এজেন্সির তথ্য অনুযায়ী, গত ১৯ অক্টোবর শনিবার, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কয়েকটি জেলায় দখলদার বাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের বিরুদ্ধে বেশ কিছু আক্রমণ চালিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন। এরমধ্যে রাজধানীর উত্তরে বালআদ জেলার উপকণ্ঠে ইয়াকলে এলাকায় সবচাইতে বেশি লড়াইের ঘটনা ঘটেছে। এলাকাটিতে দখলদার বুরুন্ডিয়ান বাহিনী ও মিলিশিয়াদের একটি যৌথ সামরিক ইউনিটের উপর হামলা চালান মুজাহিদগণ। এতে ক্রুসেডার বুরুন্ডিয়ান বাহিনীর অন্তত ৩ সৈন্য এবং মিলিশিয়া বাহিনীর ২ এরও বেশি সৈন্য নিহত হয়েছে। এই অভিযানে আহত হয়েছে আরনও ৩ বুরুন্ডিয়ান ও ৩ মিলিশিয়া সদস্য।
এদিন মধ্য সোমালিয়ার মাদাক রাজ্যের হারধারী শহরেও দখলদার বুরুন্ডিয়ান বাহিনী ও মিলিশিয়াদের বিরুদ্ধে ২টি হামলা চালানো হয়েছে।
এরমধ্যে হারধারী জেলার উপকণ্ঠে ফারাহ আদান এলাকায় মুজাহিদিন ও মিলিশিয়া বাহিনীর মধ্যে তীব্র লড়াইয় সংঘটিত হয়ঋ। এতে মিলিশিয়া বাহিনীর অনেক সৈন্য নিহত ও আহত হয়, যাদের মধ্যে ৭ সেনার মৃতদেহ ঘটনাস্থলে ফেলে রেখেই অন্য সৈন্যরা পালিয়ে যায়।