কাশ্মীরে স্বাধীনতাকামীদের আক্রমণে ভারতীয় সেনাসহ নিহত ৫

0
274

বেআইনিভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে তিন দখলদার ভারতীয় সেনা ও তাদের সাথে কর্মরত দুই মালপত্র বহনকারী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুই সেনা সদস্য। এ ঘটনায় প্রাথমিকভাবে দুই জন নিহতের কথা বলা হলেও পরবর্তিতে আরো এক সেনা সদস্য নিহত হয়।

২৪ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীনগর থেকে প্রায় ৫৭ কিলোমিটার পশ্চিমে বারামুল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

সেনা কর্মকর্তারা জানায়, স্বাধীনতাকামীরা ভারতীয় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সেনা সদস্যরা এ সময় পাল্টা গুলি চালায়। দু’পক্ষের মধ্যে কিছুক্ষণ গুলি বিনিময় চলে।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় এক পুলিশ কর্মকর্তা।

সে আরো জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গুলমার্গের পর্যটন কেন্দ্রের কাছে বোটাপাথরিতে সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা চালায় স্বাধীনতাকামী গোষ্ঠীর সদস্যরা। এই হামলায় তিন সেনা ও দুই কুলি নিহত এবং তিন সেনা আহত হয়েছেন।

এ ঘটনার পর ভারতীয় দখলদার সেনারা বেআইনিভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান এবং বাড়িতে তল্লাশি শুরু করেছে।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের মতে, ভারতীয় দখলদার সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর সদস্যরা বারামুল্লা জেলার বোটাপাথরি গুলমার্গ এলাকায় ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে। তিন দখলদার সেনা নিহত হওয়ার পর অভিযান শুরু হয়। হামলার পর, সেনারা নির্বিচারে গুলি চালায়, যার ফলে দুই বেসামরিক লোক নিহত হয়।


তথ্যসূত্র:
1. Indian soldier succumbs to injuries in IIOJK, raising death toll of slain troops to 3
– https://tinyurl.com/3wtnfkhy
2.2 Porters, 2 Soldiers Killed In Gulmarg Terror Attack
– https://tinyurl.com/bddtpxxj
3. Indian troops intensify search ops, house raids across IIOJK
– https://tinyurl.com/33hpwdhz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে সামরিক চেকপোস্টে টিটিপির অ্যাম্বুশে অন্তত ৪৫ এফসি হতাহত
পরবর্তী নিবন্ধখান ইউনিসে ইসরায়েলের সন্ত্রাসী হামলা, একই পরিবারের ১৪জন সহ নিহত ৩৮