ইসরায়েলকে বয়কটের ডাক বিশ্বের হাজারো লেখক-প্রকাশকের

0
93

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলাকে সমর্থন করা অথবা মৌন সমর্থন করা বিশ্বের সব সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে বয়কটের ডাক দিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন ৪ হাজারেরও বেশি লেখক ও প্রকাশক।

২৯ অক্টোবর, মঙ্গলবার সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রোনিকেলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলকে সমর্থন করা বিশ্বের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে বয়কট করার অঙ্গীকার করে বিশ্ববিখ্যাত স্যালি রুনি, অরুন্ধতী রায় এবং র‍্যাচেল কুশনারসহ চার হাজারের বেশি লেখক ও প্রকাশক সম্প্রতি একটি চিঠিতে সই করেছেন। সই করা চিঠি নিয়ে লেখকরা জানান, ইসরায়েলকে ফিলিস্তিনিদের ওপর অত্যাচারে যেসব সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহায়তা করেছে অথবা মৌন সমর্থন জানিয়েছে তাদের পুরোপুরি বয়কট করার জন্য অঙ্গীকার করেছেন।

বয়কটের চিঠিতে স্বাক্ষর করা লেখকরা জানান, তারা এমন কোনো ইসরায়েলি আগ্রসনকে সমর্থন করা প্রকাশক, উৎসব, সাহিত্য সংস্থা এবং প্রকাশনার সঙ্গে আর কাজ করবেন না; যারা ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করছে। যার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে, হত্যা, নির্যাতন, বৈষম্যমূলক নীতিমালা, দখলদারিত্ব, জাতিগত নিধন ও বিভাজন করার অভিযোগ রয়েছে।

এ ছাড়াও যেসব প্রতিষ্ঠান ফিলিস্তিনি জনগণের অধিকার স্বীকার করে না- সেগুলোও বয়কট করা হবে। ইসরায়েলি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে বয়কটের উদ্যোগটি পালেস্টাইন সাহিত্য উৎসব (পালফেস্ট) দ্বারা ক্যাম্পেইন হয়েছে, যা ফিলিস্তিনের শহরগুলোতে মুক্ত ইভেন্ট আয়োজন করে।

লেখকদের এ চিঠিতে বলা হয়েছে, ‘আমরা লেখক ও প্রকাশকরা এ চিঠিটি প্রকাশ করছি- কারণ আমরা ২১ শতকের একটি গুরুতর নৈতিক ও রাজনৈতিক সংকটের মুখোমুখি।’ লেখকরা আরও উল্লেখ করেন, গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ‘কমপক্ষে ৪৩,৩৬২’ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এর পেছনে ৭৫ বছরের জাতিগত নিধন, অত্যাচার ও নির্যাতনের ইতিহাস রয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘সংস্কৃতি বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো এই অন্যায়গুলোকে স্বাভাবিক বা বৈধতা দিতে সাহায্য করে। ইসরায়েলি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো সরকারের সঙ্গে কাজ করছে এবং ফিলিস্তিনিদের দখল ও নিপীড়নকে ঢাকার চেষ্টা করছে।


তথ্যসূত্র:
1. ‘Crisis of 21st Century’ – Thousands of Authors Pledge to Boycott Israeli Cultural Institutions
– https://tinyurl.com/ch4z8jx9
2.1,000+ Writers Sign On to Israeli Boycott Pledge over Gaza Genocide, Occupation of Palestine
– https://tinyurl.com/5n8b2jmk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি সৌমিত্র শেখরের বাংলো থেকে উদ্ধার হলো ওএমআর ও শিক্ষার্থী ভর্তির সুপারিশ পত্র
পরবর্তী নিবন্ধভারতের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী নামাজ আদায় করায় উগ্রবাদী হিন্দুদের বিক্ষোভ