ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজার ৮০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ১১ ডিসেম্বর, বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে উত্তর ও মধ্য গাজা উপত্যকায় দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৭৮৬ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান এই হামলায় আরও অন্তত এক লাখ ৬ হাজার ১৮৮ জন ব্যক্তি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছেন যে ইসরায়েলি যুদ্ধবিমান উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়া এলাকায় কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি তিনতলা ভবনে আঘাত হানে, এতে ১৮ ফিলিস্তিনি নিহত হয় এবং ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে প্রায় ১২ জন নিখোঁজ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আল-আওদা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নুসেইরাত শরণার্থী শিবিরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় আরও সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।
হাসপাতালটি মেডিক্যাল টিমের ফুটেজও প্রকাশ করেছে যাতে দেখা যায় ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে মৃতদেহ সরানোর চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে বলেছেন যে একটি ইসরায়েলি যুদ্ধবিমান নুসেইরাত শরণার্থী শিবিরে “বেইয়ুমি” পরিবারের একটি বাড়িকে আঘাত করে এবং সম্পূর্ণ ধ্বংস করে, এতে সাতজন নিহত এবং দুজন এখনও নিখোঁজ রয়েছে।
মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য,বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।
তথ্যসূত্র:
1. 25 more Palestinians killed in Israeli airstrikes on 2 houses in Gaza
– https://tinyurl.com/27yx64v9