ইসরায়েলি স্বীকৃতিতেই গাজা যুদ্ধে প্রায় ৯০০ ইসরায়েলি দখলদার সেনা নিহত

0
169

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সংঘাত শুরুর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সেনা সদস্য নিহতের সংখ্যা প্রকাশ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে সন্ত্রাসী ইসরায়েল। এরপর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর প্রায় ৯০০ সেনা সদস্য নিহত হয়েছে।

ইসরায়েলি বাহিনী আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তাদের ৮৯১ জন কর্মকর্তা এবং সৈন্য গাজায় অভিযানের সময় নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোও এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ১৯৭৩ সালে ইয়োম কিপ্পুর যুদ্ধে দেশটির সবচেয়ে বেশি সেনা সদস্য নিহত হয়।

এদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরুর পর থেকে ২৮ জন সেনা আত্মহত্যা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই সংখ্যা আগের বছরের চেয়ে বেশি। ২০২৩ সালে মোট ১৭ জন সেনার আত্মহত্যা করেছিল বলে সন্দেহ করা হয় যার মধ্যে ৭ জন যুদ্ধ শুরুর পর আত্মহত্যা করেছিল।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীতে ব্যাপক প্রাণহানি ঘটেছে। সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮৯১ জন দখলদার সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫,৫৬৯ জন।

২০২৪ সালে নিহত সেনার সংখ্যা ছিল ৩৬৩ জন, যা ২০২৩ সালের তুলনায় কম। তবে ২০২৩ সালে নিহত সেনার সংখ্যা ছিল ৫৫৮ জন। এর আগে, ২০২২ সালে নিহত সেনার সংখ্যা ছিল মাত্র ৪৪ জন।

এই সাংখ্যিক হিসাব ইসরায়েলের নিজ রিপোর্টে উল্লেখ করা। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে আরো অনেক বেশি বলেই ধারনা করা যায়।


তথ্যসূত্র:
1. Nearly 900 Israeli Troops Killed; Israeli Lawyer Concerns Over Gaza Casualties | Dawn News English
– https://tinyurl.com/mr2sx4jp
2. Report: Nearly 900 Israeli Soldiers Killed During Gaza War
– https://tinyurl.com/bdd9ae66

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসুইজারল্যান্ডে হিজাব পরলে ১ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধচূড়ান্ত নির্মাণ শেষে উদ্বোধন হল কাবুলে অবস্থিত শাহ ওয়া আরুস বাঁধ